দেশনিউজ

স্বচ্ছ করদাতাদের সম্মান জানাতে নতুন প্রকল্প চালু করলো কেন্দ্র সরকার

Advertisement
Advertisement

কর দেওয়ার সময় নানা রকম সমস্যার সম্মুখীন হন করদাতারা। এবার দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন প্রকল্পের ঘোষণা করলো কেন্দ্র সরকার। আজ দেশ জুড়ে চালু হলো নতুন প্রকল্প ‘ট্রান্সপারেন্ট ট্যাক্সেশন-অনারিং দ্য অনেস্ট’। অর্থাৎ স্বচ্ছ কর ব্যবস্থা-সততার সম্মান। এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার চাইছে দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে। যারা সৎ করদাতা অর্থাৎ যারা নিয়মিত কর দেন, তাঁদের কর দিতে যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়, তাঁরা যাতে সহজেই কর দিতে পারেন, তার জন্যই নতুন এই প্রকল্প আনা হলো।

Advertisement
Advertisement

স্বাধীনতা দিবসের আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই কর ব্যবস্থার সূচনা করলেন। কেন্দ্রের দাবি, নতুন এই ব্যবস্থা আয়কর রিটার্ন এবং কর্পোরেট কর সংস্কারের দিকে একটি বড় পদক্ষেপ। নতুন এই প্রকল্পের সূচনা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “সৎ করদাতারা দেশের বৃদ্ধিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই তাদের জীবন সহজ হলেই দেশের বিকাশ সম্ভব। তাই কর ব্যবস্থায় এই সংস্কার করা হলো।”

Advertisement

প্রধানমন্ত্রী আরও বলেন, “দেশের কর ব্যবস্থায় সংস্কারের দাবি দীর্ঘদিনের। কর ব্যবস্থায় আমাদের লক্ষ্য হওয়া উচিত দ্ব্যর্থহীন, কষ্টহীন এবং ফেসলেস। গত ছয় বছরে কর ব্যবস্থার ক্ষেত্রে অনেক পরিবর্তন করা হয়েছে। করদাতাদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি আমরা। সরকার করদাতাদের কর দেওয়ার জটিলতা কমিয়েছে, স্বচ্ছতা বাড়িয়েছে।” অর্থমন্ত্রক জানিয়েছে, করদাতার সহজ ও স্বচ্ছভাবে কর প্রদান, নতুন এই প্রকল্পে প্রযুক্তির ব্যবহার ও সরলীকরণের মাধ্যমে এই প্ল্যাটফর্ম সাধারণ মানুষ ও সংস্থাগুলির কাজ সহজ করে তুলবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button