সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের মালাডে। একজন ৩২ বছর বয়সী মহিলা রাস্তায় ক্যাবের জন্য অপেক্ষা করছিল। এরকম সময় মহিলা লক্ষ্য করেন বেশ কিছুক্ষন ধরে একজন অটোচালক তার দিকে কুনজরে তাকিয়ে রয়েছে। অটোচালক তাকে অটোতে বসতে বলেন কিন্তু মহিলা কোনরকম পাত্তা না দিয়ে ক্যাবের জন্য দাঁড়িয়ে ছিলেন। তারপর তিনি লক্ষ্য করেন চালক তার দিকে লক্ষ্য করে প্যান্টের চেন খুলে হস্তমৈথন শুরু করেন। মহিলাটি পুলিশকে জানান ঘটনাটি। এরপর পুলিশ অটোচালককে গ্রেফতার করেন। অটোচালকটির নাম মহম্মদ শাকিল। ঘটনাটি ঘটে ১ সেপ্টেম্বর রাতে৷
Related Articles
Bima Sakhi Yojana: বিমা সখী যোজনায় মহিলারা পেয়ে যাবেন ২১ হাজার টাকা, জেনে নিন এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত
December 11, 2024
PAN 2.0: পুরনো প্যান কার্ডের বদলে কীভাবে আবেদন করবেন প্যান ২.০ -এর জন্য? রইলো স্টেপ বাই স্টেপ গাইড
December 11, 2024