জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

পিরিয়ডসের সময় যৌন মিলনের ইচ্ছা বেড়ে যায়? কি বলছেন চিকিৎসকরা

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : অনেকেই বলেন যে, পিরিয়ড চলাকালীন নাকি মহিলাদের যৌন মিলনের ইচ্ছা অনেকটাই বেড়ে যায়। কিন্তু এটা কি সবসময়ই ঠিক? পিরিয়ডসের সময় অনেক মহিলার যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, আবার অনেক মহিলাদের ক্ষেত্রে ঠিক এর বিপরীতটা ঘটে। অনেকেরই প্রবল ইচ্ছা থাকে যৌন মিলনের, কিন্তু অনেকেরই এই ইচ্ছা থাকে একদম তলানিতে। চিকিৎসকরা বলছেন, এস্ট্রাডিওল নামের একটি প্রাইমারি সেক্স হরমোনের কারণে এমনটা হয়ে থাকে।

Advertisement
Advertisement

পিরিয়ডসের সময় নারী শরীরে ইস্ট্রোজেন এর মাত্রা কম ও টেস্টোস্টেরনের মাত্রা থাকে বেশি। আর এই টেস্টোস্টেরনই নারীদের যৌনাকাঙ্ক্ষা বা যৌন মিলনের ইচ্ছার অন্যতম প্রধান কারণ। এই ইস্ট্রোজেন কমে গিয়ে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যাওয়াতেই এমনটা হয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। পিরিয়ডস চলাকালীন মহিলাদের ভ্যাজাইনা লুব্রিকেটেড থাকে ফলে মিলন সুগম হয়৷ পাশাপাশি, এই সময়ে সেক্স করলে মেনস্ট্রুয়াল ক্র্যাম্প জনিত ব্যাথাও অনেকটা কমে।

Advertisement

আবার অনেক ক্ষেত্রেই দেখা যায়, পিরিয়ডস চলাকালীন মহিলাদের যৌন মিলনের ইচ্ছা কমে যায়। চিকিৎসকরা বলছেন, এই সময়ে শরীরে প্রোস্টাগ্লান্ডিস নামের হরমোনে এক ধরণের রাসায়নিক পরিবর্তন হয়। এই কারণেই পিরিয়ডস-এর শুরুর দিকে মেয়েদের ইউটেরাস সংকুচিত হতে থাকে, যারফলে অনেকেরই পেটে ব্যথা হয়। আর এই ব্যথার কারণেই অনেক মহিলা সেক্স-এর ইচ্ছে হারিয়ে ফেলেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button