বিয়ের আগেই প্রেগন্যান্ট হওয়ার খবর খুব কমই পাওয়া যায়। এবার এমনটাই ঘটলো অভিনেত্রী অ্যামি জ্যাকসনের সঙ্গে। বন্ধু জর্জ পানায়িয়োটউ এর সঙ্গে এখনও বিয়ে করেননি বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন। আগামী কয়েকদিনের মধ্যেই জর্জ পানায়িয়োটউ এর সঙ্গে সংসার শুরু করার কথা ছিলো তাঁর। কিন্তু তার আগেই খুশির খবর দিলেন এই অভিনেত্রী। মা হতে চলেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল সাইটে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অ্যামি। তা থেকেই একেবারে পরিষ্কার হয়ে যায় যে মা হতে চলেছেন এই নায়িকা। এই খবরের পর সোশাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দেয় অনেকে। এরপর থেকে অ্যামি জ্যাকসন একের পর এক ছবি প্রকাশ করতে শুরু করেন তার সোশ্যাল সাইটে। বন্ধু জর্জের সঙ্গে এবার সুইমিং পুলে নেমে ছবি প্রকাশ করলেন অ্যামি।