Viral: বয়সকে টেক্কা এই ৬০ ঊর্ধ্বের, দেখে সকলেই হতে চাইছেন তার মতোই

আজকের প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। এই সোশ্যাল মিডিয়াকে বেশিরভাগ সময়ই অবসরের সঙ্গী হিসেবে ব্যবহার করে থাকেন ৮ থেকে ৮০। আবার অনেকেই এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নিজের প্রতিভাকে তুলে ধরেন হাজারো মানুষের সামনে। পরিচিত হন একাংশের মাঝেও। পান প্রশংসাও। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় এক বয়স্ক ভদ্রলোকের নাচের ঝলক ভাইরাল হতেই নজর টেনেছে নেটজনতার একাংশের।
প্রতিদিন প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় কোনো না কোনো ভিডিও ভাইরাল হতেই থাকে। সেইসমস্ত ভাইরাল হওয়া ভিডিওর মধ্যে এমন কিছু ঝলক ভাইরাল হয়, যা নেটজনতার একাংশের দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে রাখে দীর্ঘসময়। সোজা কথাই বলতে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন কিছু ঝলক ভাইরাল হয়, যা সাধারণের মনে দাগ কেটে যায়। সম্প্রতি তেমনি একটি ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে ইনস্টাগ্রামের মাধ্যমে।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ‘এক্সপিরিয়েন্স কালেক্টর’ নামের একটি ইন্সটা পেজ থেকে শেয়ার করে নেওয়ার পর থেকেই, তা ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে খুব সম্ভবত ৬০ উর্ধ্ব এক বয়স্ক ভদ্রলোককে হিট পাঞ্জাবি গানের তালে ভাংড়া নাচতে দেখা গিয়েছে। তার নাচ রীতিমতো তার বয়সকে টেক্কা দিয়েছে। সকলেই এখন তাকে দেখে তার মত হতে চাইছে। নেটজনতার একাংশের মত, এমন বয়সে তারা যেন সকলেই এনার মতোই থাকতে পারেন। এই মুহূর্তে এই বয়স্ক ভদ্রলোকের একাধিক ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ইনি আবারো প্রমাণ করে দিলেন বয়স শুধুমাত্র শরীরের হয়, মনের নয়।