টেক বার্তা

Airtel-এর এই প্ল্যানগুলিতে পাওয়া যাবে আনলিমিটেড ডেটা, জানুন

Advertisement
Advertisement

ভারতের টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল খুব শীঘ্রই তাদের সমস্ত ব্রডব্যান্ড ডাটা প্ল্যান আনলিমিটেড করে দেওয়ার ঘোষণা করেছে। যে সমস্ত গ্রাহকরা এতদিন এয়ারটেলের ব্রডব্যান্ড সার্ভিস ব্যবহার করত, তারা এরপর থেকে আনলিমিটেড ডাটা উপভোগ করতে পারবেন। ভারতের বাজারে জিও ফাইবার কে টেক্কা দেওয়ার জন্য ভারতী এয়ারটেলের এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কারণ জিও ফাইবার মাত্র ৩৯৯ টাকার বিনিময়ে তাদের ব্রডব্যান্ড সার্ভিস দেওয়ার পরিকল্পনা করেছে।

Advertisement
Advertisement

জিও ফাইবারের সবচেয়ে কম মূল্যের ব্রডব্যান্ড প্ল্যান হল ৩৯৯ টাকার। এছাড়াও গ্রাহকদের সুবিধার জন্য আরো কয়েকটি জনপ্রিয় প্ল্যান হল ৭০০ টাকা, ৯৯৯ টাকা ও ১৪৯৯ টাকা। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ডাটা ও সেই সাথে বেশ ভালো স্পিড উপভোগ করতে পারবেন। ১৪৯৯ টাকার প্ল্যানটিতে ৩০০ এমবিপিএস স্পিড ও সেই সাথে ১১-১২ OTT প্লাটফর্ম অ্যাপের ফ্রী সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এমন চমকপ্রদ অফারের সাথে টেক্কা দিতে এয়ারটেলও তাদের ব্রডব্যান্ড প্ল্যানগুলি আনলিমিটেড করে দিচ্ছে এবং সেই সাথে কিছু পরিবর্তন আনতে চলেছে।

Advertisement

এয়ারটেল ব্রডব্যান্ডের মূলত চার ধরনের প্ল্যান ছিল। সেগুলির নাম- বেসিক, এন্টারটেইনমেন্ট, প্রিমিয়াম এবং ভিআইপি। এই চারটি প্ল্যানই কোম্পানি আনলিমিটেড ডাটার করে দিয়েছে। খুব শীঘ্রই অফিশিয়াল ওয়েবসাইটে নতুন প্ল্যান সম্বন্ধে জানা যাবে। ইতিমধ্যেই ২৯৯ টাকার ব্রডব্যান্ড অ্যাড অন প্যাকটি ওয়েবসাইট থেকে তুলে নেয়া হয়েছে। এছাড়াও আগে ব্রডব্যান্ডের প্যাকের সাথে অ্যামাজন প্রাইম, Zee 5 ইত্যাদি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যেত। কিন্তু আনলিমিটেড ডাটা করে দেওয়ার পর এয়ারটেল আর কোন OTT প্ল্যাটফর্মের ফ্রী সাবস্ক্রিপশন দেবে না।

Advertisement
Advertisement

প্রসঙ্গত, জানিয়ে রাখা ভাল এর আগেও ভারতের অন্ধপ্রদেশ ও গুজরাটে এয়ারটেল ব্রডব্যান্ড এর আনলিমিটেড ডাটা প্ল্যান ছিল। প্ল্যান অনুযায়ী গ্রাহকরা ৩.৩ টিবি ডাটা পেত ১ এমবিপিএস স্পিডে। বর্তমানে বাজারে জিও ফাইবার আসায় এয়ারটেল কে তাদের ডাটা প্ল্যানের এই আমূল পরিবর্তন করতে হচ্ছে। এরপর এয়ারটেলের নতুন প্ল্যান গ্রাহকদের কতটা খুশি করতে পারে, সেটাই দেখার।

Advertisement

Related Articles

Back to top button