টেক বার্তা

পাবেন ৩০০ জিবি ডেটা সাথে আনলিমিটেড ভয়েস কল, সস্তায় নতুন প্ল্যান আনল Jio

Advertisement
Advertisement

ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও লঞ্চ করে দিয়েছে তাদের নতুন প্ল্যান Jio পোস্ট পেইড প্লাস প্ল্যান। এই প্লানে গ্রাহকরা মাত্র ৩৯৯ টাকার খরচে পোস্টপেইড কানেকশন গ্রহণ করতে পারবেন। পাশাপাশি তারা পেয়ে যাবেন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং Disney+Hotstar এর বিনামূল্যে সাবস্ক্রিপশন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

১) ৩৯৯ টাকার প্ল্যান –

Advertisement

এই প্লানে আপনারা পেয়ে যাবেন ৭৫ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং এবং মেসেজ এর সুবিধা। পাশাপাশি আপনারা পাচ্ছেন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং Disney+Hotstar এর ভিআইপি সাবস্ক্রিপশন। এই প্লানে ২০০ জিবি ইন্টারনেট রোলওভার করা সম্ভব।

Advertisement
Advertisement

২) ৫৯৯ টাকার প্ল্যান –

এখানে আপনারা পাবেন ১০০ জিবি ইন্টারনেট এবং আনলিমিটেড কল ও মেসেজ এর সুবিধা। সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও ও Disney+ Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন তো রয়েছেই। এই প্লানে ও আপনারা ২০০ জিবি ডেটা রোলআউট করতে পারবেন। সঙ্গে যদি আপনারা ফ্যামিলি প্ল্যান গ্রহণ করেন তাহলে পাবেন ১টি সিমকার্ড।

৩) ৭৯৯ টাকার প্ল্যান –

এই প্লানে আপনারা ১৫০ জিপি ইন্টারনেটের সাথে আনলিমিটেড কলিং মেসেজিং সুবিধা পাবেন। সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও ও Disney+ Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন তো রয়েছেই। এই প্লানে ও আপনারা ২০০ জিবি ডেটা রোলআউট করতে পারবেন। যদি আপনারা ফ্যামিলি প্ল্যান গ্রহণ করেন তাহলে ২টি সিম পাবেন।

৪) ৯৯৯ টাকার প্ল্যান –

এখানে আপনারা পাচ্ছেন ২০০ জিবি ডাটার সঙ্গে আনলিমিটেড কলিং এবং মেসেজের সুবিধা। সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও ও Disney+ Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন তো রয়েছেই। এই প্লানে ও আপনারা ৫০০ জিবি ডেটা রোলওভার করতে পারবেন। এখানে যদি আপনি ফ্যামিলি প্ল্যান নিয়ে থাকেন তাহলে পাবেন ৩টি সিমকার্ড।

৫) ১,৪৯৯ টাকার প্ল্যান –

এই প্ল্যানে আপনারা পাবেন ৩০০ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং ও মেসেজের সুবিধা। সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও ও Disney+ Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন তো রয়েছেই। এই প্লানে ও আপনারা ৫০০ জিবি ডেটা রোলআউট করতে পারবেন। এই প্ল্যানে শুধুমাত্র ভারত না, আমেরিকা এবং আরবেও আনলিমিটেড ডেটা এবং কলিং পাওয়া যাবে।

Advertisement

Related Articles

Back to top button