ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Tax on Bank Transaction: ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলেও এবার দিতে হবে ট্যাক্স, জানুন রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম

যদি আপনি যে কোন সময় যেকোনো ব্যাংকের থেকে ট্রানজাকশন করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু একটা খারাপ খবর রয়েছে

Advertisement
Advertisement

যদি আপনার যে কোন ব্যাংক থেকে যেকোন সময় টাকা তোলার অভ্যাস থাকে তাহলে সেই অভ্যাস পরিবর্তন করুন। rbi এবারে আপনার জন্য একটা বিশেষ নিয়ম জারি করতে চলেছে। এতদিন পর্যন্ত আপনি একেবারে বিনামূল্যে টাকা তুলতে পারতেন। তবে এবারে শুধুমাত্র এটিএম থেকে নয় অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলেও একটা নির্দিষ্ট টাকার এমাউন্টের পরে ট্রানজেকশন চার্জ দিতে হবে। শুধু এটিএম এর উপর নয়, পাসবুকের থেকে টাকা তুলতে গেলেও এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে এবারে।

Advertisement
Advertisement

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই নগদ তোলার নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে সম্প্রতি। ডিজিটাল পেমেন্টকে আরো বেশি প্রচার করার জন্য এবং নগদের ব্যবহার কমানোর জন্য এই নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে। আয়কর অধিনিয়ম ধারা ১৯৪N, ২০১৯ অনুযায়ী এই নতুন নিয়ম জারি করা হয়েছে। ইতিমধ্যেই ভারতের অর্থমন্ত্রীর নির্মলা সীতারামান বাজেট ঘোষণায় এই নতুন নিয়মের কথা জারি করেছিলেন। এই নিয়ম সেই ব্যক্তিদের জন্য অথবা সেই সংস্থার জন্য জারি হবে যারা কোন ব্যক্তিকে কুড়ি লক্ষ টাকার বেশি টাকা একসাথে দিচ্ছেন। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু টিডিএস দিতে হবে।

Advertisement

এই নতুন নিয়মটি তাদের জন্যই লাগু হবে, যারা বিগত তিন বছর ধরে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেননি। ইনকাম ট্যাক্স রিটার্ন হল একটি আর্থিক ডকুমেন্ট, যেখানে কোন সংস্থার অথবা কোন ব্যক্তির আয় এবং ব্যয়ের বিবরণ লেখা থাকে। তাদের ক্ষেত্রে TDS নামের একটি বিশেষ চার্জ থাকে। এই চার্জ বিশেষ ক্ষেত্রে কেটে নেওয়া হয় এবং অনেক সময় আয়কর রিটার্ন ফাইল করলে এই টাকা আবার ফেরত পাওয়া যায়। যদি কুড়ি লক্ষ টাকার বেশি নগদ লেনদেন হয়, তাহলে ব্যাংক সেই গ্রাহকের কাছ থেকে প্যান নাম্বার গ্রহণ করে থাকে। প্যান নম্বর গ্রহণ করে দুই লক্ষ টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে ১ শতাংশ TDS কেটে নেওয়া হবে। যদি এক মাসে ১০ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন হয় তাহলে কিন্তু ২ শতাংশ TDS কেটে নেওয়া হবে। ৭৫ হাজার টাকার বেশি নগদ লেনদেন করা হলে ব্যাংককে প্যান কার্ড অথবা অন্য কোন পরিচয় পত্র জমা দিতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button