নিউজদেশ

Tax Free Income: এই ৫ ধরনের আয়ে দিতে হবে না এক টাকাও ট্যাক্স, ৯৯% মানুষ জানেন না এই কথা

আয়কর অনুসারে কর ফাঁকি দেওয়া মোট অর্থের উপর ৫০ থেকে ২০০ শতাংশ জরিমানা আরোপের বিধান রয়েছে

Advertisement
Advertisement

মানুষের আয়ের অনেক উৎস আছে। কেউ চাকরি করে অর্থ উপার্জন করে আবার কেউ বিভিন্ন ব্যবসা থেকে অর্থ উপার্জন করে। এই আয়ের উপর কর আরোপ করা হয় আয়কর আইনের বিধান অনুযায়ী। যদিও সব ধরনের আয় করমুক্ত নয়, নির্দিষ্ট ধরনের আয় এর আওতায় আসে না তবে তাদের শর্ত ভিন্ন। যার অধীনে কিছু ধরনের আয় করমুক্ত। আজকের এই প্রতিবেদনে এমন ৫ ধরনের আয় সম্পর্কে আপনাদের জানাবো যা করমুক্ত।

Advertisement
Advertisement

১) কৃষি আয়:

Advertisement

কৃষি কার্যকলাপ থেকে প্রাপ্ত আয়কে আয়কর আইনে করমুক্ত হিসেবে বিবেচনা করা হয়। তবে এখানে লক্ষ্য রাখতে হবে যে, কৃষি কার্যকলাপ থেকে সংশ্লিষ্ট বাণিজ্যিক শিল্প, যেমন কৃষি কার্যকলাপের ফলনের বিক্রয় থেকে প্রাপ্ত আয় করযোগ্য। উদাহরণস্বরূপ, একজন কৃষক তার জমি থেকে ফসল ফলিয়ে বিক্রি করে আয় করলে সেই আয় করমুক্ত হবে। তবে সেই কৃষক যদি তার ফসল দিয়ে আচার-পাচার, আটা-ময়দা তৈরি বা অন্যান্য কৃষিজাত পণ্য তৈরি করে বিক্রি করে তাহলে সেই আয় করযোগ্য হবে।

Advertisement
Advertisement

২) উপহার ও উত্তরাধিকার:

বিবাহের মতো অনুষ্ঠানে বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উপহার সাধারণত আয়করের আওতায় পড়ে না। তবে উপহারের পরিমাণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি তার সন্তানকে বিবাহ উপলক্ষে ৫০ হাজার টাকা পর্যন্ত উপহার দিতে পারে। এই উপহারের উপর কোনও কর দিতে হবে না। তবে যদি উপহারের পরিমাণ ৫০ হাজারের বেশি হয় তাহলে সেই অতিরিক্ত পরিমাণের উপর কর দিতে হবে।

৩) পিপিএফ ও ইপিএফ-এ প্রাপ্ত সুদ:

জনসাধারণের ভবিষ্যৎ তহবিল (পিপিএফ) এবং কর্মচারী ভবিষ্যৎ তহবিল (ইপিএফ)-এ বিনিয়োগের উপর প্রাপ্ত সুদ করমুক্ত। পিপিএফ ও ইপিএফ উভয়ই জনপ্রিয় দীর্ঘমেয়াদী সঞ্চয়ের উৎস যাতে কর দিতে হয় না। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি পিপিএফ-এ ৫০০ টাকা প্রতি মাসে জমা করে। এই জমানোর উপর কোনও কর দিতে হবে না। পিপিএফ-এ জমাকৃত অর্থের উপর প্রাপ্ত সুদও করমুক্ত।

৪) লভ্যাংশ:

স্টক ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ থেকে প্রাপ্ত লভ্যাংশ প্রাপককের হাতে করমুক্ত হয়। তবে বিতরণকারী কোম্পানি লভ্যাংশ বিতরণ কর প্রদানের জন্য দায়ী। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি ১ লাখ টাকা মূল্যের স্টক কিনেছে। এই স্টকের বাজার মূল্য এখন ১.২০ লাখ টাকা। যদি এই স্টকটি সে বিক্রি করে তাহলে তার ২০ হাজার টাকা লাভ হবে। এই লাভের উপর কোনও কর দিতে হবে না। তবে বিতরণকারী কোম্পানি এই লভ্যাংশের উপর কর প্রদান করবে।

৫) দীর্ঘমেয়াদী মূলধন লাভ:

এক বছরের বেশি সময় ধরে রাখা শেয়ারের বিক্রয় থেকে প্রাপ্ত লাভে কোনও কর দিতে হয় না। তবে স্বল্পমেয়াদী মূলধন লাভ করমুক্ত নয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি ১ লাখ মূল্যের স্টক কিনেছে এবং ১ বছর পর তা বিক্রি করেছে। এই স্টকের বাজার মূল্য এখন ১.২০ লাখ টাকা। যদি এই স্টকটি সে বিক্রি করে তাহলে তার ২০ হাজার লাভ হবে। এই লাভ দীর্ঘমেয়াদী মূলধন লাভ হিসেবে বিবেচিত হবে। তাই এই লাভের উপর কোনও কর দিতে হবে না।

Advertisement

Related Articles

Back to top button