নিউজপলিটিক্সরাজ্য

“মুসলিমদের সুবিধা পাইয়ে দিতে অনেক অন্যায় করেছেন মমতা”, তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ তথাগতর 

ধর্ম নিরপেক্ষতার ইস্যুতে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) একহাত নিলেন বিজেপি নেতা তথাগত রায়(Tathagata Roy)

Advertisement
Advertisement

ধর্ম নিরপেক্ষতার ইস্যুতে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) একহাত নিলেন বিজেপি নেতা তথাগত রায়(Tathagata Roy)। মঙ্গলবার তথা আজ বারাসাতে এক অনুষ্ঠানে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তথাগত রায় বলেন,”তিনি তো মুখে সব সম্প্রদায়ের কথা বলেন। অথচ মুসলিমদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত অন্যায় করেছেন তাতে প্রত্যেকটা মানুষের মাথা হেঁট হয়ে যাওয়া উচিৎ। কিন্তু যেহেতু ওটা তৃণমূল, তাই লজ্জা বলে ওদের কিছু নেই।” এখানেই থামেননি তথাগত। এইদিন তিনি প্রশ্ন করেন,”ইমাম ভাতা বা পুরোহিতদের কেন ভাতা দেওয়া হবে? ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। যার মানে হল রাষ্ট্রের সাথে ধর্মের কোনও সম্পর্ক নেই। কিন্তু আজকে ইমামদের ভাতা, পুরোহিতদের ভাতা দেওয়া হচ্ছে। কাল শিখদের দেওয়া হবে ভাতা। পরে ফাদার দের ভাতা দেবেন, মাদার দের ভাতা দেবে। এই ভদ্র মহিলা সত্যিই আমাদের হাসিয়ে তোলেন।”

Advertisement
Advertisement

এইদিন তথাগত আরও বলেন,”ভারতীয় জনতা পার্টি কোনও সাম্প্রদায়িক দল নয়। আমরা মুসলিম, খ্রিস্টান, শিখ কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু বলিনি। আমরা কেবল মাত্র বলছি, সকল মানুষকে, সকল সম্প্রদায়ের মানুষকে সমান চোখে সমান ভাবে দেখতে। কোনও সম্প্রদায়কে অতিরিক্ত সুবিধা দেওয়া যাবেনা। বা কোন সম্প্রদায়ের প্রতি সরকার ঝুঁকে পড়বেনা।” এর সাথে এই দিন বাম নেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে(Suryakanta Mishra) নিশানা করেন তথাগত। প্রসঙ্গত, দুই দিন আগে আব্বাস সিদ্দিকীকে ‘অসাম্প্রদায়িক’ বলে আখ্যা দিয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক। সেই বিষয়ে এইদিন তথাগত বলেন,”যারা ধর্মকে নিয়ে চলার কথা বলছে, তারা সাম্প্রদায়িক। আর যারা আল্লাহ আকবর বলছে, তারা অসাম্প্রদায়িক।” এইদিন কটাক্ষ করে বিজেপি নেতা বলেন,”সূর্যকান্ত মিশ্র ডুবে যাচ্ছেন, তার দল ডুবে যাচ্ছে। তাই এখন তারা খড়কুটো ধরে বাঁচতে চাইছেন।”

Advertisement

অন্যদিকে রানাঘাটের সভায় তৃণমূল নেত্রী বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে কটাক্ষ করেছিলেন। তার এইদিন জবাব দিলেন তথাগত। তার কথায়,”আমরা ভালো অথবা মন্দ বলছি না। যারা বিজেপিতে আসতে চাইছেন আমরা তাদের দলে নিচ্ছি। আমরা কখনোই বলিনি তারা ভালো হয়ে গিয়েছেন অথবা তারা এমন ও নয় যে তারা আইনের ঊর্ধ্বে। আমরা তাদের কোনও প্রতিশ্রুতি দেইনি। তবু তারা আসছেন আমাদের দলে। আমরা তাদের স্বাগত জানাচ্ছি।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button