টেক বার্তাব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

TATA NANO-র থেকেও কম দামে নতুন গাড়ি আসছে, দেখুন এই গাড়িটির আশ্চর্যজনক বৈশিষ্ট্যগুলি

এই গাড়িটি ভারতের বাজারে কবে লঞ্চ হবে সেটা এখনো জানা যায়নি

Advertisement
Advertisement

অল্প মূল্যে কিনতে চান একটি ভালো গাড়ি? তাহলে আপনার জন্য এসে গেছে একটা নতুন গাড়ি। এই গাড়িটির নাম ইয়াকুজা এবং এই গাড়িটি আদতে একটি ইলেকট্রিক গাড়ি। এই গাড়িটির দাম মাত্র ১.৭০ লক্ষ টাকা, যা টাটা ন্যানোর চেয়েও কম। তাই যদি আপনার সাশ্রয়ী মূল্যে একটি ভালো গাড়ি কেনার ইচ্ছা থাকে, তাহলে এটা আপনার জন্য একটা দারুন বিকল্প হয়ে উঠতে পারে। মাত্র ১.৭০ লক্ষ টাকায় আজকাল একটা সেকেন্ড হ্যান্ড গাড়িও পাওয়া যায়না। তার জায়গায় আপনি পাচ্ছেন একটা নতুন গাড়ি। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই গাড়িতে কি কি ফিচার আপনাদের জন্য রয়েছে।

Advertisement
Advertisement

ইয়াকুজা ইলেট্রিক গাড়িটির চার্জিং টাইম মাত্র ৬ থেকে ৭ ঘন্টা। একবার চার্জে এটি ৫০ থেকে ৬০ কিলোমিটার চলতে পারে। গাড়িটিতে এলইডি ডিআরএল, এলইডি ফগ ল্যাম্প, কানেক্টেড এলইডি টেল ল্যাম্প, বোতল হোল্ডার, পাওয়ার উইন্ডো, ব্রড গ্রিল, ক্রোম ডোর হ্যান্ডেল এবং প্রজেক্টর হেডল্যাম্প সহ নানান সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়াও, গাড়িটিতে পুশ স্টart/স্টপ বাটন, সানরুফ, ব্লোয়ার, স্পিকার, ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে এবং রিভার্স পার্কিং ক্যামেরা রয়েছে।

Advertisement

Advertisement
Advertisement

ইয়াকুজা ইলেট্রিক গাড়িটির সবচেয়ে বড় সুবিধা হল এর দাম। এই দামে এত সুযোগ-সুবিধা সহ একটি গাড়ি পাওয়া খুবই কঠিন। তাই, যদি আপনি শুধুমাত্র শহরে গাড়ি কিনতে চান, তাহলে ইয়াকুজা ইলেট্রিক গাড়িটি অবশ্যই বিবেচনা করুন। তবে, এই গাড়ির কিছু অসুবিধাও আছে। প্রথমত, এই গাড়িটির ইঞ্জিন খুব একটা শক্তিশালী নয়। ফলে, আপনি যদি গাড়ি দ্রুত চালাতে চান, সেটা কিন্তু সম্ভব না। এছাড়াও, এই গাড়িটি আপনি শুধুমাত্র শহরের মধ্যেই চালাতে পারবেন। বাইরে গেলে এই গাড়ি চালানো যাবেনা। অর্থাৎ, এটা তাদের জন্যই যারা একটা ছোট দূরত্বের জন্য গাড়ি চাইছেন।

Advertisement

Related Articles

Back to top button