নিউজপলিটিক্সরাজ্য

শুভেন্দু অধিকারী কোনও পদের লোভ করেন না, অরাজনৈতিক সভায় বক্তব্য শুভেন্দুর 

Advertisement
Advertisement

দল বা বিধায়ক পদ ছাড়ার কোনও সিদ্ধান্ত এখনও শুভেন্দু ঘোষণা করেননি। হলদিয়ার অরাজনৈতিক সভায় নাম না বলেই তৃণমূলকে নিশানা করলেন বিধায়ক শুভেন্দু অধিকারী। তীব্র কটাক্ষ করলেন শাসক দলের বহিরাগত তত্ত্বকে। সাথে গণতন্ত্র নিয়েও শাসক দলকে বাক্যবাণ ছুঁড়লেন নেতা। একইসাথে তার প্রতি ব্যক্তিগত আক্রমণ নিয়েও এইদিন হুঁশিয়ারি দেন শুভেন্দু।

Advertisement
Advertisement

মঙ্গলবার তথা আজ হলদিয়ার প্রয়াত সংগ্রামী সতীন সামন্তের জন্মবার্ষিকী পালন কর্মসূচিতে গিয়েছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই তিনি নাম না করে শাসক শিবিরকে আক্রমণ করেন। আক্রমণ করেন তৃণমূলের বহিরাগত তত্ত্বকে। তার বক্তব্য,” জহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন, সতীশ সামন্তকে সবসময় তিনি সমীহ করে চলতেন। সতীশ বাবু এগিয়ে এলেই তিনি উঠে দাঁড়াতেন। কই, কখনও সতীশবাবু জহরলাল নেহেরুকে বহিরাগত ভাবতেন না তো। আর কখনও তাকে হিন্দিভাষীও বলতেন না।”

Advertisement

এছাড়াও কিছু নেতার তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন বলে জানান শুভেন্দু। তিনি বলেন,”পদে থাকা বড় বড় নেতারা আমাকে আক্রমণ করছেন। জনগণের ভোট কথা বলবে। আপনাদের অবস্থা অনেকটা অনিল বসু, বনয় কোঙার অথবা লক্ষণ শেঠের মতো হবে। সংবিধান অনুসারে পশ্চিমবঙ্গে ফর দ্যা পিউপল, আই দ্যা পিউপল, অফ দ্যা পিউপল ব্যবস্থা আনতে হবে। কেন থাকবে ফর দ্যা পার্টি, আই দ্যা পার্টি, অফ দ্যা পার্টি অবস্থা।”

Advertisement
Advertisement

এইদিন তিনি আরও বলেন,”এই গণতন্ত্রের পক্ষে মানুষকে সাথে নিয়ে লড়বে সেবক শুভেন্দু অধিকারী। যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন, তারা শুনে রাখুন, মানুষ আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। শুভেন্দু অধিকারী কোনও পদের জন্য লোভ করেনা। মন্ত্রিত্ব ছাড়ার পরও আমার সভাতে লোক আসে। এদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে।” সভায় করা বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে তুঙ্গে।

Advertisement

Related Articles

Back to top button