নিউজরাজ্য

বিধানসভা ভোটের আগে হতে পারে পুর ভোট, নতুন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Advertisement
Advertisement

পরের বছর রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। তবে সেই নির্বাচনের আগে মার্চ মাসেই হতে পারে কলকাতা পুরভোট। মঙ্গলবার তথা আজ এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের শীর্ষ নেতৃত্ব। তাদের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করছে বাংলার রাজ্য সরকার। জানানো হয়েছে, জাতীয় নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করার পর সেটিকে পুরভোটের জন্য উপযোগী করা হবে। তার ঠিক চার সপ্তাহ পড়ে হতে পারে কলকাতা পুরভোট।

Advertisement
Advertisement

এখন চলছে সংক্ষিপ্ত সংশোধনী প্রক্রিয়া। শেষ ভোটের তালিকা প্রকাশ করা হবে ১৫ ই জানুয়ারি। সেটি কলকাতা পুরসভার জন্য উপযুক্ত করে তুলতে লাগবে মাস খানেক সময়। ঠিক তার পড়ে ভোট প্রস্তুতি নিতে সময় লাগবে আরও এক মাস। সেই হিসেবে দেখলে খুব সহজে বোঝা যাবে যে, মার্চের মাঝামাঝি সময়ে কলকাতাতে করা হতে পারে পুরভোট।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে কলকাতা পুরসভা সহ ১০৭ টি পুরসভার ভোট স্থগিত রাখা হয়েছে। এখন সেইগুলি পরিচালনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দল। তবে এই বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন,”পুরভোটে যে তৃণমূল জিতবেনা তা তারা ভালো করে জানে, সেই কারণেই পিছিয়ে দিচ্ছে ভোটের প্রক্রিয়া। কিন্তু এখন যে সুপ্রিম কোর্টের নির্দেশ। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতেই হবে।”

Advertisement
Advertisement

তবে পুরভোট নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী রাজ্যের শাসক শিবির। তৃণমূল নেতা তথা পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু বলেন,” আমরা সারা বছর ধরে কাজ করে চলেছি। তাই আমরা পরীক্ষার ভয় পাচ্ছিনা। বছরের যখন ইচ্ছে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হোক। তাতে কোনও অসুবিধা নেই। “

Advertisement

Related Articles

Back to top button