ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দিনে ৯৫ টাকা দিয়ে পেয়ে যান ১৪ লক্ষ টাকা, পোস্ট অফিসের এই প্রকল্পে পেয়ে যান দারুণ সুযোগ

পোস্ট অফিসের এই পেনশন প্রকল্প সমস্ত বিনিয়োগকারীদের দিচ্ছে দারুন সুযোগ

Advertisement
Advertisement

বেসরকারি নানা স্কিমের মধ্যে এবারে একটি সরকারি প্রকল্প দিচ্ছে আস্থা। কম বিনিয়োগে অসাধারন রিটার্ন দিতে শুরু করেছে পোস্ট অফিসের এই প্রকল্প। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সুমঙ্গল রুরাল পোস্টার লাইফ ইন্সুরেন্স স্কিম। মুদ্রাস্ফীতির যুগে যেখানে স্বল্প বিনিয়োগের উপরে জোর দিতে শুরু করেছে দেশবাসী, সেখানেই শেয়ার বাজারের অস্থিরতা থেকে দূরে থাকতে ভারতীয় ডাকঘর হয়ে উঠেছে সব থেকে বিশ্বস্ত বিনিয়োগের জায়গা। পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পে ইতিমধ্যেই আস্থা রাখতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে আমানতকারীদেরও নিরাশ করেনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। তারাও নানা রকমের জনপ্রিয় প্রকল্প নিয়ে এসে তাদের আমানতকারীদের ভরসা জিতে নিতে পেরেছে। আর এবারে পোস্ট অফিসের স্কিমের তালিকায় নতুন সংযোজন হলো সুমঙ্গল গ্রামীণ পোস্টাল লাইফ ইনসিওরেন্স স্কিম, যা আপনাকে বিনিয়োগের উপরে দুর্দান্ত রিটার্ন দিয়ে থাকে।

Advertisement
Advertisement

ভারতীয় ডাক বিভাগের এই প্রকল্পে একজন ব্যক্তি দৈনিক ৯৫ টাকা জমা দিয়ে ১৪ লক্ষ টাকার তহবিল তৈরি করতে পারেন। এই পলিসি নেওয়ার জন্য আপনার বয়স হতে হবে ১৯ বছর থেকে ৪৫ বছরের মধ্যে এবং আপনার ভারতীয় নাগরিকত্ব থাকতেই হবে এই প্রকল্পের জন্য। সুমঙ্গল গ্রামীণ পোস্টাল লাইফ ইন্সুরেন্স স্কিম আদতে একটি এন্ডওমেন্ট প্ল্যান। যাদের বারবার অর্থের প্রয়োজন হয় তাদের জন্য এই প্রকল্প অত্যন্ত কাজের। এতে একজন বীমা কারী ব্যক্তি যখন জীবিত থাকেন তখন তিনি অর্থ পেয়ে থাকেন। অর্থাৎ বীমা কারী ব্যক্তি তার বিনিয়োগের অর্থ ফেরত পেয়ে যান জীবিত থাকা অবস্থায়। পাশাপাশি বীমা কভারও পাওয়া যায় এই স্কিমে।

Advertisement

যদি আপনার বয়স ২৫ বছর হয় তাহলে আপনি ৭ লক্ষ টাকার বীমা সমেত ২০ বছরের জন্য এই প্রকল্প গ্রহণ করতে পারেন। এতে আপনাকে প্রতিদিন ৯৫ টাকা করে প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ আপনাকে মাসে ২৮৫০ টাকা জমা দিতে হবে। এই প্রকল্পে বিনিয়োগকারীকে তিন মাসের জন্য কিস্তি পরিশোধ করলে ৮৮৫০ টাকা দিতে হবে। সেক্ষেত্রে ছয় মাসের জন্য দিতে হবে ১৭১০০ টাকা। এইভাবে বিনিয়োগ করলে আপনি ম্যাচিউরিটির সময় প্রায় ১৪ লক্ষ টাকা পেয়ে যাবেন।

Advertisement
Advertisement

এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনারা ১০ লক্ষ টাকার নিশ্চিত বিমারাশি পেয়ে যাবেন। অর্থাৎ পলিসি ধারক মারা গেলে পরিবার ১০ লক্ষ টাকা ছাড়াও বোনাস পেয়ে যাবেন। এই পলিসির মেয়াদ ১৫ বছর এবং ২০ বছর রাখা হয়েছে। আপনি পনেরো বছরের পলিসি গ্রহণ করলে ৯ বছর এবং ১২ বছর পর বীমার অর্থের ২০ শতাংশ করে অর্থ ফেরত পাবেন। বাকি অর্থ বোনাস সহযোগে ম্যাচিউরিটির সময় আপনাকে দেওয়া হবে। অন্যদিকে যদি আপনি ২০ বছরের পলিসি গ্রহণ করেন, তাহলে ১২ ও ১৬ বছরে ২০ শতাংশ আপনি বিনিয়োগের অর্থ ফেরত পাবেন। বাকি অর্থ ম্যাচিউরিটির সময় আপনি বোনাস সহযোগে পেয়ে যান।

Advertisement

Related Articles

Back to top button