ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Sukanya Samriddhi Yojana: আপনার মেয়ের বিয়ের জন্য এই স্কিমে বিনিয়োগ করুন, আপনি পাবেন 70 লক্ষ টাকা

মুদ্রাস্ফীতির এই যুগে উচ্চশিক্ষা এবং মেয়ের বিয়ের খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে

Advertisement
Advertisement

মুদ্রাস্ফীতির এই যুগে উচ্চশিক্ষা এবং মেয়েদের বিয়ের খরচ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়ে গিয়েছে। ভারতের বেশিরভাগ অভিভাবক এই নিয়ে বেশ চিন্তিত বলা যেতে পারে। সন্তান জন্মের পর থেকেই যদি এই খরচ গুলো নিয়ে চিন্তা করা যায় এবং সময়মতো সঞ্চয় এবং বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু আগেভাগেই ভালো পরিমাণ টাকা জমিয়ে ফেলা যেতে পারে। এইজন্যই কন্যাদের জন্য সম্প্রতি ভারত সরকার নিয়ে এসেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা নামের একটি সরকারি প্রকল্প। এই প্রকল্পে আপনি একটি একাউন্ট খোলার মাধ্যমে আপনি আপনার মেয়ের উচ্চশিক্ষা এবং বিবাহের জন্য একটি ভালো পরিমাণ টাকা জমা করতে পারেন। এই প্রকল্পটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের আওতায় আসে।

Advertisement
Advertisement

সুকন্যা সমৃদ্ধি যোজনায় পিতা মাতারা তাদের মেয়ের বয়স ১০ বছর না হওয়া পর্যন্ত একটি একাউন্ট খুলতে পারেন। একটি পরিবারে মাত্র দুইজন কন্যা সুকন্যা সমৃদ্ধি একাউন্ট খুলতে পারেন। জমজ বা তিন সন্তানের ক্ষেত্রে দুটির বেশি একাউন্ট খোলা যেতে পারে। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে সর্বোচ্চ ১৫ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এই প্রকল্পের টাকা জমা করা যেতে পারে। যদি কোন বিনিয়োগকারী তার কন্যার জন্মের পরে এই প্রকল্পে একাউন্ট খোলেন তাহলে তিনি ১৫ বছরের জন্য টাকা জমা করতে পারেন। এরপর একটা ৬ বছরের লক ইন পিরিয়ড থাকে। এই সময়ের মধ্যে আপনার বিনিয়োগের প্রয়োজন নেই তবে আপনি সুদ পেতে থাকবেন। এই প্রকল্পে কন্যার বয়স ১৮ বছর হলে পরিপক্কতার পরিমাণের ৫০ শতাংশ আপনি তুলতে পারেন। মেয়ের বয়স ২১ বছর হলে আপনি বাকি টাকা তুলতে পারেন।

Advertisement

এই প্রকল্পের সব থেকে আকর্ষণীয় বিষয়টা হলো সুদের হার। কেন্দ্রীয় সরকার প্রতি তিন মাসে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার গণনা করে থাকে। অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা সুদের হার প্রতি তিন মাস অন্তর পরিবর্তিত হতে পারে। যেহেতু এটা একটা ছোট সঞ্চয় প্রকল্প তাই সুদের হার মোটামুটি বেশি। এই মুহূর্তে এই প্রকল্প সুদের হার বার্ষিক ৮.২ শতাংশ। সরকার সম্প্রতি আসন্ন অর্থবছরের প্রথম প্রান্তিকের ক্ষেত্রে সুদের হার ঘোষণা করেছে। এখনো পর্যন্ত সুদের হারে তেমন কোন পরিবর্তন হয়নি।

Advertisement
Advertisement

কিভাবে ৭০ লক্ষ টাকা পাবেন?

সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনি একটি আর্থিক বছরে সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১ লক্ষ ৫০,০০০ টাকা জমা করতে পারেন। আপনি এই বিনিয়োগটি কিস্তিতে বা একক ভাবে করতে পারেন। ধরুন ২০২৪ সালে যখন আপনার মেয়ের বয়স এক বছর তখন আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটা অ্যাকাউন্ট খুললেন। আপনি যদি প্রতি আর্থিক বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১ লক্ষ ৫০ হাজার টাকা করে জমা করেন তাহলে ২০৪৫ সালে পরিপক্কতার সময় আপনারা পেয়ে যাবেন ৬৯ লক্ষ ২৭ হাজার ৫৭৮ টাকা। এতে আপনি বিনিয়োগ করবেন ২২ লক্ষ ৫০ হাজার টাকা। অন্যদিকে আপনি সুদ থেকে রোজগার করবেন ৪৬ লক্ষ ৭৭৫৭৮ টাকা। এই প্রকল্পের অধীনে ১.৫০ লক্ষ টাকার বার্ষিক আয়ের উপরে কর ছাড় পাওয়া যেতে পারে।

Advertisement

Related Articles

Back to top button