লিভারের সমস্যায় ভুগছেন? আজ থেকে পান করা শুরু করুন এই পানীয় গুলি
ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : বর্তমান সমাজের প্রায় প্রতিটা মানুষই লিভারের সমস্যায় ভুগছেন। বর্তমান যুগের চাপের কারণে, খাওয়া-দাওয়ার অনিয়মের কারণে লিভারের সমস্যা হয়। তবে এমন কিছু পানীয় রয়েছে যেগুলি পান করলে আপনি এই লিভারের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। আসুন তবে জেনে নিই সেই পানীয়গুলি সম্পর্কে-
১) আমলকির রস: আমলকির রস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয়। যা লিভারের পক্ষে খুবই উপকারী। সকালে খাওয়ার আগে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে এটি আমাদের শরীরের টক্সিনকে বাইরে বার করে দেয়।
২) বিটের রস: বিটেইন লিভারকে ভালো রাখে এবং বাইল তৈরি করে। প্রতিদিন এক গ্লাস করে বিটের রস খাওয়া খুব উপকারী।
৩) বেরির বীজ: এই বীজ লিভার ভালো রাখতে সাহায্য করে এবং পরিপাক প্রক্রিয়াকে ভালো রাখে।
৪) লেবুর রস: আমরা সকলেই জানি লেবুর অনেক গুণাগুণ রয়েছে। লেবু আমাদের পরিপাক প্রক্রিয়াকে ঠিক রাখে, এবং অন্ত্র পরিস্কার করে। প্রতিদিন সকালে খালি পেটে একটি লেবুর রস উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খেলে তা অনেক উপকার দেয়। এমনকি এই লেবু ওজন কমাতেও সাহায্য করে।
আপনার যদি লিভারের সমস্যা থেকে থাকে তবে আপনি এর মধ্যে যেকোনো একটি পানীয় খেতে পারেন। আবার চাইলে বদল করে করে সবগুলোই খেতে পারেন। অনেক উপকার পাবেন।