বিনোদনভাইরাল & ভিডিওভোজপুরি

Bhojpuri: আম্রপালির সাথে খোলাখুলি রোমান্স করলেন নিরহুয়া, দেখুন ভাইরাল ভিডিও

বর্তমানে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এই সুপারহিট জুটিকে কেন্দ্র করে বিনোদনের নতুন মাধ্যম খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়া প্রেমিরা।

Advertisement

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই আম্রপালি এবং নিরহুয়ার অনবদ্য রসায়ন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে এই জুটিতে চিত্রায়িত হয়েছে একের পর এক সুপারহিট সিনেমা থেকে শুরু করে অ্যালবাম গান। আপনারা জানলে অবাক হবেন, আম্রপালি এবং নিরহুয়ার অনবদ্য জুটিতে ৩২টির বেশি সিনেমা এবং শতাধিক অ্যালবাম গান নির্মিত হয়েছে। যেখানে অধিকাংশ সিনেমায় দুজনকে খোলাখুলি রোমান্স করতে দেখা গেছে।

আমরা আপনাদের বলি, বর্তমানে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এই সুপারহিট জুটিকে কেন্দ্র করে বিনোদনের নতুন মাধ্যম খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়া প্রেমিরা। যেখানে কয়েক বছর আগে বিনোদন মানেই ছিল বলিউডের একচ্ছত্র অধিপত্য, সেখানে এই দুই তারকার হাত ধরে বিনোদনের নতুন দিগন্ত খুলেছে বিনোদনপ্রেমীদের জন্য। আপনারা জানলে অবাক হবেন, সোশ্যাল মিডিয়ায় যখনই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুই তারকার নতুন কোন রোমান্টিক গানের ভিডিও রিলিজ করা হয়, মুহূর্তের মধ্যে সেই ভিডিও কোটি কোটি ভিউস অর্জন করে।

বর্তমানে জনপ্রিয় এই জুটির পুরনো একটি গানের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে ইউটিউবে। ২০১৭ রিলিজ হওয়া ‘সিপাহী’ সিনেমার অত্যন্ত জনপ্রিয় গান তথা ‘বাওয়াল বাওয়াল’ ফের আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দ্বারা। গানটিতে আম্রপালির বিপরীতে নিরহুয়ার রসালো রোমান্স বর্তমানে ঘুম উড়িয়ে দিচ্ছে মিডিয়া প্রেমীদের। আপনারা জানলে অবাক হবেন, জনপ্রিয় এই গানটিতে কন্ঠ দিয়েছেন অভিনেত্রী আম্রপালি এবং তারকা অভিনেতা নিরহুয়া। গানটি ইতিমধ্যে লক্ষাধিক বার উপভোগ করা হয়েছে ইউটিউবে। দেখুন ভাইরাল ভিডিও-

Related Articles

Back to top button