মহালয়ার সকালে শুভশ্রীর নতুন লুক! দেখুন সেই ছবি

Advertisement

Advertisement

উমা আসছে ঘরে। আর মাত্র কিছুদিন পরেই বেজে উঠবে সূচনা বার্তা। সেজে উঠছে রাস্তার মোড়ে বাঁশের প্যান্ডেল কথামোগুলো। কুমোরটুলি শিল্পীরা ব্যাস্ত মায়ের মূর্তি তৈরিতে। গলি থেকে রাজপথ সেজে উঠছে আলোর ঝর্ণায়। কিন্তু জানেন কী? এবার দেবীর কিসে আগমন ও কিসে গমন? দেবীর এবার আগমন ও গমন উভয়ই ঘটকে। ঘটক, অর্থাৎ ঘোড়া।

Advertisement

বেশ অনেক বছর পর পর দেবী ঘটকে আগমন করেন ভুলোক। জানেন কি ফল হয় তাতে? বলা হয়, দেবীর ঘটোকে আগমনের ফল ছত্র ভঙ্গ। আর এই বছর আগমন এবং গমন উভয়ই ঘটকে। সিনেমার বড়পর্দা থেকে এবার টেলিভিশনের পর্দায় ৷ একদিকে পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী হয়ে সংসার সামলে নেওয়া, অন্যদিকে সিনেমায় কামব্যাক করে পরিণীতা
সিনেমার বড়পর্দা থেকে এবার টেলিভিশনের পর্দায়৷

Advertisement

একদিকে পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী হয়ে সংসার সামলে নেওয়া, অন্যদিকে সিনেমায় কামব্যাক করে পরিণীতা! মাল্টিটাস্কিং তো একেবারে জলভাত শুভশ্রীর কাছে৷ ঠিক যেন দশভূজা! দশ হাতে দশ কাজ৷ তবে এবার শুধু কথা বা কাজে নয়! বরং মহালয়ার সকালে টেলিভিশনের পর্দায় মহামায়া রূপেই ধরা দিতে চলেছেন শুভশ্রী৷

Advertisement

এবারের মহালয়ার অনুষ্ঠানে জি বাংলার মহিষাসূর মর্দিনী অনুষ্ঠানে মহামায়ের রূপেই দেখা যাবে শুভশ্রী৷ তবে এখানেই শুধু চমক নয়৷ এই অনুষ্ঠানের নতুন চমক হল বারো মাসে বারো দেবী! বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, গোটা বছর ধরেই পূজিত হয় মা দুর্গা৷ তবে তাঁর ১২ টি রূপ ধরা দেয় ভক্তদের কাছে৷

Recent Posts