আন্তর্জাতিকনিউজ

ঈশ্বর প্রার্থনা নিয়ে গবেষণা শুরু মার্কিন মুলুকে, মূল লক্ষ্য করোনা থেকে রেহাই পাওয়া

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের কবলে পড়ে কার্যত মার্কিন মুলুক পুরোপুরি বিপর্যস্ত। ক্রমাগত বাড়ছে সংক্রমণ। এবার এই করোনা সংক্রমণ রোধ করার জন্য নতুন পন্থা শুরু করছে মার্কিন মুলুক। কি সেই নতুন পন্থা? মার্কিন মুলুকে শুরু হচ্ছে ৪ মাসের গবেষণা। গবেষণার বিষয়বস্তু হল- ঈশ্বর প্রার্থনা। তাঁদের মনে হয়েছে হয়তো ঈশ্বরকে ডাকলে করোনা থেকে রেহাই পাওয়া যাবে। তাই মার্কিন মুলুকের ১০০০ করোনা আক্রান্তদের মধ্যে গবেষণা চলবে।

Advertisement
Advertisement

আমেরিকার কানসাস সিটিতে ১০০০ করোনা রোগী যাঁরা ICU-তে ভর্তি আছেন, তাঁদের নিয়ে গবেষণা চালাবে। এই ১০০০ রোগীকে ২ টি ভাগে ভাগ করা হবে। ৫০০ জন করে ২ টি গ্রূপে ভাগ করা হয়েছে। এক একটি গ্রূপ নিয়ে প্রার্থনা করা হবে। তবে এই প্রার্থনার মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ থাকবে না। হিন্দু, মুসলিম, খ্রীষ্ট্রধর্ম সব ধর্মের লোকেদের নিয়েই গবেষণা করা হবে।

Advertisement

তবে খুশির ব্যাপার এই যে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নিবাসী ধনুনজয় লক্কিরেডির তত্ত্বাবধানে এই গবেষণা করা হবে। প্রার্থনার সাথেই চলবে চিকিৎসা। চিকিৎসার সাথে এর কোনো প্রভাব পড়বে না। ধনুনজয় লক্কিরেডি  জানিয়েছেন যে বিজ্ঞানকে তিনি অবিশ্বাস করছেন না। কিন্তু বিজ্ঞানের সাথেই ঈশ্বর বিশ্বাসের একটা বড়ো ব্যাপার থেকেই যায়। তাই বর্তমান এই পরিস্থিতিতে যদি কিছুটা হলেও রেহাই পাওয়া যায় তাই এই গবেষণা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button