Today Trending Newsনিউজরাজ্য

চালু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, দেখে নিন কী কী সুযোগ সুবিধা থাকছে

রাজ্যের সকল ছাত্র-ছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করে দিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। আজকে থেকে চালু এপ্লাই

×
Advertisement

এবারে রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এই প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের কথা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন ছাত্র ছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতকে রক্ষা করার দায়িত্ব আমাদের। বাংলা মনে করে বাংলার সম্মান প্রতিষ্ঠা করবে আমাদের ছাত্র ছাত্রীরা। আর এই ছাত্র-ছাত্রীদের স্বপ্ন বাস্তবায়িত করার উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি এদিনকে এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত আলোচনা করলেন।

Advertisements
Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করা যাবে। আর এই ঋণের গ্যারান্টার হবে রাজ্য সরকার নিজে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে তার সমস্ত প্রশিক্ষণের জন্য ঋণ পাওয়া যাবে রাজ্য সরকারের এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। এছাড়া সমস্ত ধরনের কোর্স ফি, ল্যাপটপের টাকা, কম্পিউটার এবং টিউশন এর জন্য ফি দেওয়া হবে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। এছাড়াও তিনি জানিয়ে দিলেন, 40 বছর বয়স পর্যন্ত ছাত্র ছাত্রীরা এই ঋণের সুবিধা পেয়ে যাবেন।

Advertisements

মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য আলাদা করে একটি পোর্টাল খোলা হয়েছে এবং আজ থেকে এই পোর্টাল কাজ করা শুরু করে দিয়েছে। এই পোর্টাল এর নাম দেওয়া হয়েছে এগিয়ে বাংলা পোর্টাল এবং সেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর জন্য এপ্লাই করা যাবে। এছাড়া উচ্চ শিক্ষা দপ্তরের পোর্টালে আবেদন করতে পারবেন তারা। তার সাথে সাথে 18001028014 টোল ফ্রি নম্বরে কল করে এই বুকিং করা যাবে।

Advertisements
Advertisement

মুখ্যমন্ত্রী বলছেন ছাত্রছাত্রীরা যেন কোন রকম হেনস্তার শিকার না হয় তার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, আমরা যে সুযোগ সুবিধা পায়নি তা যেন এখনকার সমস্ত ছেলে মেয়েরা পেতে পারে, এদিকে আমরা খেয়াল রাখছি। এছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্য আরও বিভিন্ন প্রকল্পের কথা তিনি জানালেন। তিনি জানালেন সবুজ সাথী সাইকেল দেওয়া বন্ধ ছিল, তা আবার চালু করা হবে। এছাড়াও ট্যাব কেনার জন্য প্রয়োজনীয় টাকা দেবে সরকার। মুখ্যমন্ত্রী বললেন, এবারে সারা পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। সারা বিশ্বে এত বড় প্রকল্প এই প্রথম, তাই কথা রাখা এবং উন্নয়ন করা আমাদের প্রধান কাজ।

Related Articles

Back to top button