খেলাক্রিকেট

T20 WC 2024: এবার ভারতের বিরুদ্ধে খেলবে উগান্ডা! দেখে নিন কোন ২০টি দল টি-২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল?

আইসিসি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০টি দল ৪টি গ্রুপে বিভক্ত থাকবে। যেখানে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ ২ দল সুপার-৮ এ খেলার যোগ্যতা অর্জন করবে।

Advertisement
Advertisement

বিগত কয়েক বছর ধরে ক্রিকেটের ইতিহাসে একাধিক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। যেমন, ২০২৩ ওডিআই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে বাইরের রাস্তা দেখিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল নেদারল্যান্ড। যেখানে আশ্চর্যজনকভাবে ২০১৯ এবং ২০২৩ ওডিআই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। ঠিক তেমনভাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে জিম্বাবুয়েকে বাইরের রাস্তা দেখিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে উগান্ডা। শুনে নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন? তবে আশ্চর্যজনক বিষয় হলেও এ কথা সত্যি যে, ২০২৪ সালে ভারতের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে উগান্ডা।

Advertisement
Advertisement

আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০ দলের লিস্ট প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। পাশাপাশি, কোন মডেলে বিশ্বকাপের মেগা আসর অনুষ্ঠিত হবে, তাও প্রকাশ করেছে আইসিসি। উল্লেখ্য, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ার কারণে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে দুটি দেশ। তাছাড়া, আফ্রিকান অঞ্চল থেকে নামিবিয়া ইতিপূর্বে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। এর পাশাপাশি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে উগান্ডা।

Advertisement

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কারা অংশগ্রহণ করবে?
আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া, উগান্ডা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, শ্রীলংকা, নেদারল্যান্ড, ওমান, নেপাল, স্কটল্যান্ড, পিএনজি, কানাডা, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড।

Advertisement
Advertisement

কি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ?
আইসিসি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০টি দল ৪টি গ্রুপে বিভক্ত থাকবে। যেখানে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ ২ দল সুপার-৮ এ খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার-৮ এ ২টি গ্রুপে বিভক্ত হবে দলগুলি। এরপর প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ ২টি দল স্বাভাবিক নিয়মে সেমিফাইনাল এবং ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। আমরা আপনাদের বলি, ২০২৪ সালের জুন মাসে অনুষ্ঠিত হবে।

Advertisement

Related Articles

Back to top button