ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Stock market investment news: মাত্র ১০ হাজার টাকা ভিডিও করলেই পেয়ে যান ২.৫৩ কোটি টাকা, জানুন কিভাবে গ্রাহকের মালামাল করছে এই মিউচুয়াল ফান্ড

আমরা বলতে যাচ্ছি আদিত্য বিড়লা সান লাইফ ডিজিটাল ইন্ডিয়া ফান্ড এর ব্যাপারে

Advertisement
Advertisement

আপনি যদি স্টক মার্কেটের সঙ্গে খুব একটা বেশি পরিচিত না হন এবং স্টক মার্কেটে বিনিয়োগ করতে ইচ্ছুক থাকেন তাহলে মিউচুয়াল ফান্ড আপনার জন্য এই মুহূর্তে সেরা বিকল্প। আপনারা এই মুহূর্তে সকলেই জানেন অনেক ধরনের মিউচুয়াল ফান্ড এই মুহূর্তে ভারতের বাজারে কার্যকরী রয়েছে এবং এতে বিনিয়োগের অনেক বিকল্প আপনারা পেয়ে যাচ্ছেন। তবে আমরা আপনাকে একটি মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলতে যাচ্ছি যেটি ২৩ বছরে ১০ হাজার টাকার মাসিক এসআইপি থেকে ২ কোটি ৫৩ লক্ষ টাকা রিটার্ন দিয়েছে। আমরা বলতে চাচ্ছি আদিত্য বিড়লা সান লাইফ ডিজিটাল ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড এর ব্যাপারে। আপনারা হয়তো অনেকেই জানেন এই মিউচুয়াল ফান্ড শুরু হয়েছিল বিগত ১৫ জানুয়ারি ২০০০ সালে। ততদিন থেকে আজ অব্দি এই মিউচুয়াল ফান্ড ব্যাপক রিটার্ন দিয়ে এসেছে তার বিনিয়োগকারীদের।

Advertisement
Advertisement

২০২১ সালে ডিজিটাল ইন্ডিয়া ফান্ড খুব একটা ভালো পারফর্ম না করলেও এতদিন পর্যন্ত যারা এই ফান্ডের উপরে ভরসা করে থেকেছেন তাদের লাভ হয়েছে বলা চলে। এই ফান্ডের গত বছরে কম্পাউন্ড অানুয়াল গ্রোথ ছিল নেতিবাচক। ০.৮৭ শতাংশ ঋণাত্মক দিকে এগিয়েছিল এই কোম্পানির গ্রোথ। তবে গত তিন বছরে এই কোম্পানির গ্রোথ 26 শতাংশের থেকে বেশি। যদি কেউ এই সময়ের মধ্যে মাসিক এসআইপি এর মাধ্যমে এই তহবিলে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন তাহলে এখন তার ৩.৬০ লক্ষ টাকা ৫.২৪ লক্ষ টাকা হয়ে যেতো।

Advertisement

যদি কেউ পাঁচ বছর আগে ১০ হাজার টাকার একটি মাসিক এসআইপি শুরু করতেন এবং নিয়মিত বিনিয়োগ করে এখনো পর্যন্ত তহবিল অব্যাহত রাখতেন তাহলে ২৪.৮৬ শতাংশের গ্রোথ দেখতে পেতেন তিনি। সেই হিসেবে দেখতে গেলে জমা হওয়া ৬ লক্ষ টাকা ১১.০৯ লক্ষ টাকা হয়ে যেত খুবই সহজে। এছাড়াও গত ২৩ বছরে ১৬.৪৯ কমপাউন্ড গ্রোথের কারণে ২৭.৫০ লক্ষ টাকা এখন পর্যন্ত ২.৫৩ কোটি টাকা হয়ে যেত।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button