ফেব্রুয়ারিতে নয়, আজই (৬ই ডিসেম্বর, ২০১৯) চার হাত এক হতে চলেছে সৃজিত-মিথিলার। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে হাজির হয়েছেন মিথিলার পরিবার। মুখোপাধ্যায় বাড়িতে শুক্রবার সন্ধ্যায় পরিবার ও পরিচালকের কিছু কাছের মানুষের উপস্হিতিতে আইনি মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সৃজিত-মিথিলা। লাল জামদানিতে সাজবেন মিথিলা তো অপরদিকে পাজামা-পাঞ্জাবি সঙ্গে জোহরকোর্ট পড়বেন সৃজিত। খাওয়ার পাত্র থাকছে বিশেষ আয়োজন। প্রসঙ্গত, বছর খানেক আগে ফেসবুকের মাধ্যমে আলাপ হয় এই জুটির। তারপরই প্রেম। আর এবার শুভ পরিণয়।