Today Trending Newsদেশনিউজ

এক ডোজেই করোনা কাবু! ভারতে শীঘ্রই আসছে ‘স্পুটনিক লাইট’

আজ স্পুটনিক ভি টিকার এক ডোজের দাম ৯৯৫ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে

Advertisement
Advertisement

করোনা ত্রাসে কাঁপছে ভারত। দ্বিতীয় ঢেউতে সংক্রমণ হার প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় রীতিমতো উদ্বেগে পড়েছে গোটা দেশবাসী। এর মাঝেই আশার আলো কয়েকটি ভ্যাকসিন। কিছুদিন আগে রাশিয়ান ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা স্পুটনিক লাইট নামক একটি ভ্যাকসিনের কথা উল্লেখ করেছিল। এই ভ্যাকসিনের এক ডোজ ৭৯.৪ শতাংশ সফল। এক কথায় বলতে গেলে এক ডোজেতেই বাজিমাত। অন্যান্য ভ্যাকসিনের মত এই ভ্যাকসিন দুই ডোজ নিতে হবে না।

Advertisement
Advertisement

স্পুটনিক লাইট প্রসঙ্গে ডক্টর রেড্ডিস এর পক্ষ থেকে জানানো হয়েছে, “এই টিকার বিশেষত্ব হল যে এক ডোজ নিলেই এই ভ্যাকসিন কাজ করবে। এই ভ্যাকসিন দুটি ডোজ নেওয়ার কোন প্রয়োজন নেই। তাই এই টিকাকে প্রাথমিকভাবে জুন মাসের প্রথমে বাজারে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে ইতিমধ্যেই আলোচনা করা হচ্ছে। স্পুটনিক লাইট ভারতের বাজারে চলে এলে টিকাকরণের গতিবেগ অনেকগুন বেড়ে যাবে সেই নিয়ে কোন সন্দেহ নেই।”

Advertisement

অন্যদিকে জানানো হয়েছে যে দীর্ঘ প্রতীক্ষার পর এবার রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি আগামী জুন মাস থেকেই বাজারে পাওয়া যাবে। আজ এই ভ্যাকসিনের দাম প্রকাশ করা হয়েছে। এই ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম ৯৯৫ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে জানা গিয়েছে যে এই ভ্যাকসিন দেশে তৈরি হলে স্বাভাবিকভাবেই প্রতি ডোজের দাম অনেকটাই কমবে। প্রসঙ্গত উল্লেখ্য, আপাতত এই স্পুটনিক ভি ভারতের মোট ৩৫ টি কেন্দ্রে পাওয়া যাবে। আজ থেকেই হায়দ্রাবাদের একটি কেন্দ্রে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।

Advertisement
Advertisement

রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি ভারতে তৈরি করতে চলেছে ডক্টর রেড্ডিস প্যাথল্যাবস। এই ভ্যাকসিন তারা ভারতে তৈরি করলে দাম অনেকটা কমবে তা নিয়ে কোনো সংশয় নেই। এই ভ্যাকসিনের কার্যকারিতা হার ৯১ শতাংশের ওপর। ক্লিনিক্যাল ট্রায়ালের ফল অনুযায়ী এই ভ্যাকসিন ২১ দিনের ব্যবধানে দিতে হবে।

Advertisement

Related Articles

Back to top button