বলিউডবিনোদন

লকডাউনে ৪০০-র বেশি পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্য করবেন সোনু সুদ

কখন ও বাসে আবার কখনও ট্রেনে শ্রমিকদের বাড়ি ফিরিয়েছিলেন। গত মাসে চাটার্ড ফ্লাইটের মাধ্যমে ৩০০-র বেশি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়েছেন পর্দার এই ভিলেন।

Advertisement
Advertisement

গরিব পরিযায়ী শ্রমিকদের কাছে সিনেমার ভিলেন এখন ভগবানসম। লকডাউনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছিলেন সোনু সুদ। কখন ও বাসে আবার কখনও ট্রেনে শ্রমিকদের বাড়ি ফিরিয়েছিলেন। গত মাসে চাটার্ড ফ্লাইটের মাধ্যমে ৩০০-র বেশি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়েছেন পর্দার এই ভিলেন।শুধু বাড়ি ফেরানোই নয়, তাঁদের সকলের খাবার ব্যবস্থা করেছিলেন। কারোর যাতে কোনো দিকে অসুবিধা হয়, সেই দিকগুলোই তিনি খেয়াল রেখেছেন।

Advertisement
Advertisement

এবার আবার আরেক সমস্যা সমাধানের জন্য এগিয়ে এলেন এই ৪৬ বছর বয়সী অভিনেতা। ঘরে ফেরার সময় যে সব পরিযায়ী শ্রমিকরা আহত হয়েছেন বা মারা গেছেন, সেরকম ৪০০-র বেশি পরিবারকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেন তিনি। বিহার, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের প্রশাসনের সাথে যোগাযোগ করে মৃত পরিযায়ী শ্রমিকদের ঠিকানা ও ব্যাঙ্ক একাউন্ট নম্বর সংগ্রহ করেছেন।

Advertisement

সরাসরি তাঁদের কাছে টাকা চলে যাবে। সোনু সুদ বলেছেন, “মৃত বা আহত পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলির ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে তাই সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। ওদের সমর্থন করা আমার দায়িত্ব বলে মনে হয়।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button