Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

আগস্টেই আসতে পারে করোনার প্রথম ভ্যাকসিন, দাবি রাশিয়ার

মানব শরীরে করোনা ভ্যাকসিনের সফল প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন সেচেনভ বিশ্ববিদ্যালয়।

Advertisement
Advertisement

করোনার দাপট থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের সবচেয়ে বেশি দরকার। বিশ্বের সব দেশের বিজ্ঞানীরাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এই প্রথম মানব শরীরে করোনা ভ্যাকসিনের সফল প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন সেচেনভ বিশ্ববিদ্যালয়। কিছুজন স্বেচ্ছাসেবকের উপর এই ট্রায়াল চালানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইনস্টিটিউট অফ ট্রান্সন্যাশনাল মেডিসিন এন্ড বায়োটেকনোলজি- ডিরেক্টর ভাদিম তারাসোভ।

Advertisement
Advertisement

সোমবার রাশিয়ার বিজ্ঞানীরা দাবি করেছেন যে সম্ভবত আগস্টেই বিশ্বের সর্বপ্রথম করোনার ভ্যাকসিন তারা সর্বসমক্ষে নিয়ে আসতে পারবেন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একটি ভ্যাকসিন তৈরী করার পর তিনটি ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। প্রতি ধাপের ক্ষেত্রেই বেশ কিছুদিন সময় লাগে। তিন নম্বর ধাপ পর্যন্ত না পৌঁছালে এবং সঠিক কাজ না করলে সেই ভ্যাকসিনকে বাজারে আনা যাবে না। যদিও রাশিয়ার বিজ্ঞানীরা এই ভ্যাকসিন নিয়ে যথেষ্ট আশাবাদী।

Advertisement

সংবাদমাধ্যম Sputnik-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রাশিয়ার এই ইনস্টিটিউট অফ ট্রান্সন্যাশনাল মেডিসিন এন্ড বায়োটেকনোলজি ভ্যাকসিনটি তৈরী করেছে। গত ১৮ জুন সেচেনভ বিশ্ববিদ্যালয়ে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে তারাই স্বেচ্ছাসেবকদের উপরে এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ করল বলে দাবি কর্তৃপক্ষের।

Advertisement
Advertisement

ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রথম দলকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হতে পারে। আর দ্বিতীয় দলটিকে আগামী ২০ জুলাই ছেড়ে দেওয়া হবে। সেচেনভ বিশ্ববিদ্যালয়ের ইনস্টটিউট অফ মেডিক্যাল প্যারাসাইটোলজি, ট্রপিক্যাল অ্যান্ড ভেক্টর বর্ন ডিজিসেস-এর ডিরেক্টর অ্যালেক্সজান্দ্রা লুকাসেভ জানিয়েছেন, ‘এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। ক্লিনিক্যাল টেস্টেই তা প্রমাণিত হয়েছে।’

Advertisement

Related Articles

Back to top button