দেশনিউজ

মহারাষ্ট্রে শিবসেনার সাথে জোট গঠন নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিলেন সোনিয়া গান্ধী

Advertisement
Advertisement

বেশ কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে বেশ জলঘোলার সৃষ্টি হয়েছে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনার জোট জয়লাভ করে। কিন্তু মুখ্যমন্ত্রী পদ নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়, যার ফলে শিবসেনা বিজেপির সাথে জোট ভঙ্গ করে এনসিপি ও কংগ্রেসের সাথে জোট গঠন করতে যাচ্ছে। এবার মহারাষ্ট্রের সাথে জোট গঠন নিয়ে এক চূড়ান্ত অনুমোদন পাশ করলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

Advertisement
Advertisement

সুত্রে খবর, সোনিয়া গান্ধীর এই অনুমোদনের পূর্বাভাষ সোমবার থেকে স্পষ্ট হয়েছিল। ওই দিন সোনিয়া গান্ধী এনসিপি শরদ পাওয়ারের সাথে বৈঠক করেছিলেন। সুত্রানুযায়ী কংগ্রেস নেতারা ৬ নম্বর জনপথে এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের সাথে কথা বলেন। এই আলোচনায় বিভিন্ন বিষয়ে কথা হয়।

Advertisement

সোনিয়া এবং শরদের সোমবারের বৈঠকেই ঠিক হয়ে গেছিল যে তারা শিবসেনাকে সমর্থন করবে। তবে ওই বৈঠকে অভিন্ন নূন্যতম কর্মসূচি নিয়ে কোনো কথা হয়নি। শরদ পাওয়ার নিজেই বলেছেন, মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। সোনিয়া গান্ধী শিবসেনাকে সমর্থন করেছেন।

Advertisement
Advertisement

এখন যদি এনসিপি এবং কংগ্রেসের মধ্যে আলোচনা যদি ঠিক পথে এগোয়, তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট সরকার।

Advertisement

Related Articles

Back to top button