দেশনিউজ

বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ, দেশের কোথায় কখন দেখা যাবে ‘রিং অফ ফায়ার’? জানুন

ভারতের প্রায় সব জায়গা থেকে দেখা গেলেও পশ্চিমবঙ্গে পূর্ণ দশা দেখা যাবে না।

Advertisement
Advertisement

আগামীকাল অর্থাৎ রবিবার দেখা যাবে এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। ভারতের প্রায় সব জায়গা থেকে দেখা গেলেও পশ্চিমবঙ্গে পূর্ণ দশা দেখা যাবে না। ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ডের কিছু জায়গাতে এই গ্রহণ দেখা যাবে। এই সময় চাঁদ পৃথিবী থেকে সূর্যকে এমনভাবে ঢেকে দেবে যাতে তাকে দেখতে ‘আগুনের রিং’-এর মতো দেখাবে।

Advertisement
Advertisement

সূর্যগ্রহণের সময়কাল –

Advertisement

আংশিক গ্রহণ শুরু হবে-সকাল ৯.১৫ মিনিট নাগাদ।

Advertisement
Advertisement

পূর্ণ দশা শুরু হবে-  সকাল ১০.১৭ মিনিট নাগাদ।

পূর্ণ দশা দেখা যাবে –  বেলা ১২.১০ মিনিট নাগাদ।

আংশিক দশার শেষ হবে-  বিকেল ৩.০৪ নাগাদ।

কোন জায়গাতে কখন দেখা যাবে? জানুন-

কলকাতা- আংশিক দশা শুরু হবে- সকাল ১০.৪৬ মিনিট নাগাদ।

দিল্লি-  সকাল ১০.২০ মিনিট নাগাদ।

আহমেদাবাদ- সকাল ১০.০৪ মিনিট নাগাদ।

বেঙ্গালুরু- সকাল ১০.১৩ মিনিট নাগাদ।

জয়পুর- সকাল ১০.১৪ মিনিট নাগাদ।

Advertisement

Related Articles

Back to top button