নিউজদেশ

Sleeper Vande Bharat: শতাব্দী ও রাজধানীর থেকে কতটা আলাদা হবে আধুনিক স্লিপার বন্দে ভারত? জানুন এই ট্রেনের পুরো খুঁটিনাটি

এই ট্রেন আপনার সমস্ত ভ্রমণের ইচ্ছে পূরণ করবে

Advertisement
Advertisement

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি দেশে খুব জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে এই ট্রেনগুলো শুধুমাত্র স্বল্প দূরত্বের রুটেই চালানো হচ্ছে। আগামী চার বছরে সারা দেশে মোট ৪০০টি বন্দে ভারত ট্রেন চালাতে চায় রেল। এর মধ্যে রয়েছে বন্দে ভারত সিটিং ট্রেন, বন্দে ভারত স্লিপার এবং বন্দে ভারত মেট্রো ট্রেন। দীর্ঘ রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হবে। Rail Vikas Nigam Limited (RNVL) রাশিয়ান কোম্পানি TMH-এর সাথে যৌথ উদ্যোগে ১২০টি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরি করবে৷ একটি ট্রেনের দাম প্রায় ১২০ কোটি টাকা। RVNL এবং TMH-এর যৌথ উদ্যোগ সম্প্রতি রেলওয়ে থেকে টেন্ডার জিতেছে।

Advertisement
Advertisement

বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেন থেকে গতি এবং সুবিধার দিক থেকে অনেক বেশি উন্নত হবে। স্লিপার বন্দে ভারত ট্রেনে যাত্রীরা যে সুবিধা পাবেন তা রাজধানী ও শতাব্দীতে থাকবে না। এই ট্রেন হবে সম্পূর্ণ শক প্রুফ। অর্থাৎ, আপনি ঝাঁকুনি পাবেন না বা কোচে কম্পন হবে না। স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে রেল যাত্রীদের নিরাপত্তার জন্য আরও অনেক ব্যবস্থা করা হবে।

Advertisement

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, RVNL-এর Kinect স্পেশাল পারপাস ভেহিকেলস-এর ডিরেক্টর এবং জেনারেল ম্যানেজার অলোক কুমার মিশ্র বলেছেন যে, RVNL রাশিয়ান কোম্পানির সাথে সহযোগিতায় রেলে নির্মাণ শুরু করবে। মহারাষ্ট্রের লাতুরে হবে এই কোচ ফ্যাক্টরি। এখানে তৈরি হবে স্লিপার বন্দে ভারত। মিশ্র বলেছেন যে, প্রাথমিকভাবে স্লিপার ভান্দে ভারতে মোট ১৬ টি কোচ থাকবে। ১১টি এসি-৩ কোচ, ৪টি এসি-২ কোচ এবং ১টি এসি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। আর এই সংখ্যা ২৪ পর্যন্ত বাড়ানো যেতে পারে।

Advertisement
Advertisement

মিশ্র বলেছেন যে, স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলবে। এই ট্রেনগুলি প্রতি ঘন্টায় ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে ৬০ সেকেন্ডেরও কম সময় নেবে। রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসের গতিও ঘন্টায় সর্বাধিক ১৬০ কিমি, তবে তারা গতি ধরতে বেশি সময় নেয়।

Advertisement

Related Articles

Back to top button