সৌন্দর্যজীবনযাপন

Skin Care Tips: গুড়ে এই জিনিসটি মেশালেই মিটবে ব্রণর সমস্যা, ত্বক ফিরে পাবে উজ্জ্বলতা

Advertisement
Advertisement

বর্তমানের কর্মব্যস্ত জীবনে নিয়ম মেনে নিজের ত্বকের যত্ন নেওয়া সবসময় সম্ভব হয় না। বর্তমান প্রজন্মের হাতে সময় খুব কম। আর সেই কম সময়ের মধ্যেই যদি ত্বকের যত্ন নিতে হয় তাহলে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে দুটি জিনিস, যা মিটিয়ে দেয় ত্বকের একাধিক সমস্যা। নির্মূল করে ব্রণর সমস্যাও। জেনে নিন, গুড়ের সাথে কোন দুটি উপাদান মেশালেই হবে সমস্যার সমাধান!

Advertisement
Advertisement

১) গুড় ও অ্যালোভেরা জেল- গুড়ের সাথে যদি অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে প্রয়োগ করা যায় তাহলে, তা ত্বকের ব্রণর সমস্যা নির্মূল করতে পারে। পাশাপাশি ত্বকের কমলতা বজায় রাখে ও ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করে।

Advertisement

একটি পাত্রে এক চামচ অ্যালোভেরা জেল, এক চামচ গুড়ের গুঁড়ো, এক চামচ মধু যদি একসাথে মিশিয়ে নিয়ে সেটি ত্বকে লাগানো হয় তাহলে ফল মিলবে অল্পদিনেই। এই প্রলেপ ত্বকের উপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে। এরপর হালকা গরম জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিলেই তফাৎ চোখে পড়বে।

Advertisement
Advertisement

২) গুড় ও নারকেল তেল- গুড়ের সাথে যদি নারকেল তেল মিশিয়ে নেওয়া হয় তাহলে, তা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ত্বককে কোমল রাখে। জেনে নিন কিভাবে বানাবেন এই প্রলেপ।

একটি পাত্রে এক চামচ গুড়ের গুঁড়ো, হাফ চামচ তিলের তেল ও এক চামচ নারকেল তেল একসাথে মিশিয়ে নিয়ে তা ত্বকের উপর প্রয়োগ করতে হবে। আর এই প্রলেপ মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে। এরপর নির্ধারিত সময় অতিক্রান্ত হলে হালকা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে মুখ। কয়েকদিন এই পদ্ধতিতে ত্বকের যত্ন নিলে তফাৎ নজরে আসবে নিজেরই।

Advertisement

Related Articles

Back to top button