দেশনিউজ

করোনার জেরে একবারে ছ’মাসের রেশন তোলা যাবে, ঘোষণা কেন্দ্রের

Advertisement
Advertisement

করোনা নিয়ন্ত্রণে একাধিক সতর্কতার অবলম্বন করা হচ্ছে, এই ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্কিত গোটা বিশ্ব। রাস্তাঘাট প্রায় জন শূন্য। বন্ধ স্কুল কলেজ, বন্ধ একাধিক পরিষেবা। এমন পরিস্থিতিতে আগামী দিনে কি হবে তাই নিয়ে ভয়ে এবং আশঙ্কায় গোটা বিশ্ব। আর তারই মধ্যে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান ২ মাস থেকে বাড়িয়ে ৬ মাসের খাদ্যশস্য নেওয়ার কথা জানালেন।তিনি ঘোষনা করলেন রেশন থেকে একবারে ৬ মাসের খাদ্যশস্য তুলে নেওয়া যাবে।গনবন্টন সিস্টেমের আওতায় থাকা দেশের ৭৫ কোটি মানুষ একেবারেই ৬ মাসের খাদ্যশস্য তুলে নিতে পারবেন৷

Advertisement
Advertisement

আরও পড়ুন : করোনা আতঙ্ক : বিকেল চারটের মধ্যে বন্ধ সব সরকারি অফিস, ঘোষণা মমতার

Advertisement

রামবিলাস পাসোয়ান জানান যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য মজুত আছে গুদামে৷ আর প্রচুর খাদ্যশস্য গুদামে থাকার জন্য রেশনে ৬ মাসের খাদ্যশস্য দেওয়ার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তিনি বলেছেন।

Advertisement
Advertisement

গুদামে প্রচুর গম উপলব্ধ থাকায় মানুষ যদি একেবারে ৬মাসের রেশন তুলে নেয় তাহলে কেন্দ্রের উপরে চাপ অনেকটাই কমবে কারণ গুদামে প্রচুর গম মজুত রয়েছে।

Advertisement

Related Articles

Back to top button