কলকাতানিউজ

কলকাতা বিমানবন্দরে আটক ছটি নজরদারি ড্রোন, তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

Advertisement
Advertisement

কলকাতা: একদিকে যখন করোনা পরিস্থিতির মধ্যে লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত, কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ড্রোন উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ফ্রান্স থেকে কলকাতা বিমানবন্দরের এসেছে এই ড্রোনগুলি। কিন্তু কেন এসেছে? কারা পাঠিয়েছে? এবং কাকেই বা পাঠিয়েছে? এই সকল প্রশ্ন নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। যদিও জানা গিয়েছে, গার্ডেনরিচে আরব খান নামে এক ব্যক্তির নামেই এই ড্রোনগুলি পাঠানো হয়েছে। কিন্তু তিনি এই ড্রোনগুলি নিয়ে কী করবেন, তা খতিয়ে দেখছে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Advertisement
Advertisement

সূত্রের খবর, এই ড্রোনগুলি চিনের তৈরি। তাহলে কি এর মধ্যে কোন বড়সড় ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে? যদিও জানা গিয়েছে, যিনি ড্রোনগুলি নিতে এসেছিলেন, তার কাছে একটি প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া লাইসেন্স পাওয়া গিয়েছে। যদিও এই লাইসেন্স কতটা সঠিক তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Advertisement

জানা গিয়েছে, গত 23 সেপ্টেম্বর এই ড্রোনগুলি সুদূর ফ্রান্স থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছিল। প্রাথমিক পর্যায়ে ওগুলিকে ছেড়ে দেওয়া হলেও পরে নড়েচড়ে বসে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর মধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। সূত্রের খবর, যে লাইসেন্স পাওয়া গিয়েছে তা সঠিক না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রকের লাইসেন্স নয়, ড্রোন আমদানির ক্ষেত্রে ভারতের সামরিক বাহিনী ও পরিবহন দফতরের অনুমতিপত্রের প্রয়োজন হয়। কিন্তু সেসব কিছুই এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে এই ড্রোনগুলি কে বা কারা আমদানি করেছে এবং কেন করেছে, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। সমস্ত ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button