নিউজপলিটিক্সরাজ্য

শোভন-বৈশাখী বিজেপি ছাড়ছেন! তাদের নিয়ে একি বললেন দিলীপ ঘোষ! দেখে নিন

Advertisement
Advertisement

বিজেপি ছাড়তে চাইছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়! গত ১৪ আগস্ট দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাত্র ২ সপ্তাহের মধ্যেই বিজেপি নিয়ে বিতৃষ্ণা জন্মে গেছে তাঁদের। বিজেপিতে যোগ দেওয়ার ১৭ দিনের মাথায় দল ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তারা। বিজেপিতে অসম্মান বোধ করছেন শোভন ও তাঁর বান্ধবী। তাই তাঁরা এবার নিষ্কৃতি চাইছেন। শনিবার একটি বেসরকারি বৈদ্যুতিন টেলিভিশন চ্যানেলের কাছে বৈশাখী জানান, “মর্যাদা হারিয়ে কোনো দলেই কাজ করা যায় না। তাই আমি বিজেপি ছাড়ছি। আমি শোভনবাবুর মুখপাত্র নই। তবে আমার সঙ্গে এক মত”। এছাড়া পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করে তাঁকেও একই কথা জানিয়েছেন বৈশাখী। তবে এই ব্যাপারে এখন পর্যন্ত শোভনের কোনও মন্তব্য জানা যায়নি। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ব্যাক্তির আগে দল। কারও সঙ্গে ব্যাক্তিগত মতানৈক্য থাকতেই পারে, কিন্তু দলের সিদ্ধান্ত সকলকে মানতেই হবে। বিজেপিতে সবাইকে কাজের সুযোগ দেওয়া হয়।’

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button