বলিউডবিনোদন

অনলাইনে মদ অর্ডার করতে জালিয়াদির শিকার বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি

Advertisement
Advertisement

অনলাইন শপিং করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি। অনলাইনে মদ অর্ডার করেছিলেন অভিনেত্রী। ক্যাশ অন ডেলিভারি না থাকায়, আগেই মদের টাকা পে করেছিলেন শাবানা। কিন্তু সময় চলে গেলেও বাড়িতে এসে পোঁছলো না অর্ডার করা সেই মদ। ফোন করা হলেও কেউ ফোন তোলেনি।পরে বুঝলেন এই মদ আর আসবেনা। বৃহস্পতিবার টুইট করে নিজেই জানালেন প্রতারণার কথা।

Advertisement
Advertisement

৭০ বছরের অভিনেত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, সাবধান! তিনি প্রতারণার শিকার হয়েছেন। তিনি মদ কেনার জন্য পুরো টাকা অনলাইনে পেমেন্ট করেন। তবে তারপরেও জিনিসটা পাননি। বারবার ফোন করা সত্ত্বেও ওরা ফোন ধরেনি। নিজের টুইটে অনুগামীদের সাথে সেই প্রতারক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফোন নম্বরও শেয়ার করেছেন।

Advertisement

যদিও দিনের শেষে শাবানা এও বলেন, তিনি সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন যাদের নাম করে মদ বিক্রি করা হচ্ছিল অনলাইনে। সঙ্গে এটাও জানতে পেরেছেন, তিনি যাদের টাকা দিয়েছেন তাঁরা এই কোম্পানির সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। তবে শুধু শাবানা আজমিই নয়। এই একই সংস্থার দ্বারা প্রতারিত হয়েছেন বহু সাধারণ মানুষ ও। শাবানা আজমির টুইটের নীচে একে একে এসে নিজেদের কথাও বললেন। অনেকে তো লিখেছেন এই সংস্থা থেকে জিনিস কিনে প্রায় লাখ লাখ টাকা চোট হয়েছে।

Advertisement
Advertisement

এক অনুরাগী লিখেছেন, গুগলে এরকম বহু সংস্থা ফাঁদ পেতে রেখেছে। যেখানে ঢুকলে আর্থিক ক্ষতি হবেই। শাবানার টুইটে অনেকে কমেন্ট বক্সে লিখেছেন, মন্ এই ভাবে অনলাইনে নম্বর দিয়ে যারা জিনিস বিক্রি করে, তারা বেশিরভাগই ভুয়ো। অনেক শুভাকাঙ্ক্ষী শাবানাকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন। শুধু অভিনেত্রী শাবানা নয় এর আগে অক্ষয় খান্না, নার্গিস ফাকরি, করন সিং গ্রোভারের মতো তারকারা অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন।

Advertisement

Related Articles

Back to top button