ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

১০ ই জুলাই থেকে সস্তা হচ্ছে SBI-এর হোম লোন

Advertisement
Advertisement

অরূপ মাহাত: মধ্যবিত্তের জন্য খুশির খবর। বাড়ি তৈরিতে কমতে চলেছে খরচ। বাড়ি তৈরির জন্য হোম লোন আরও সস্তা করছে এসবিআই। বুধবার ভারতের বৃহত্তম ঋণদানকারী সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই তার বেঞ্চমার্ক ঋণদানের হারকে সবচেয়ে কম সুদের হার থেকেও হ্রাস করার ঘোষণা করেছে। এদিন এসবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তহবিল ভিত্তিক ঋণ দেওয়ার হারের (এমসিএলআর) প্রান্তিক ব্যয় ৫ থেকে ১০ বেসিক পয়েন্ট (৫ থেকে ১০ শতাংশ পয়েন্ট) হ্রাস পাবে।

Advertisement
Advertisement

নতুন হারগুলি ১০ ই জুলাই থেকে কার্যকর হবে। এসবিআই কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ‘এটি ব্যাংকের এমসিএলআর-এর টানা ১৪ তম হ্রাস। এই সংশোধনীর মাধ্যমে, এসবিআইয়ের এমসিএলআর ৩ মাসের মেয়াদ পর্যন্ত বার্ষিক ৬.৬৫ শতাংশে নেমেছে। যা এসবিআইয়ের চলতি এক্সটার্নাল বেঞ্চমার্ক ভিত্তিক ঋণ রেটের (ইবিএলআর) সমান। ”

Advertisement

এসবিআইয়ের এদিনের বিবৃতি অনুসারে, ১০ জুলাই থেকে এমসিএলআর তিন মাসের মেয়াদে হ্রাস পেয়ে বার্ষিক ৬.৬৫ শতাংশে দাঁড়াবে। যা এসবিআইয়ের মূল ঋণের হারে টানা ১৪ তম হ্রাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। জুন মাসে, ভারতের বৃহত্তম এই ব্যাংকটি তার মূল ঋণমূল্য হ্রাস করেছে। এমসিএলআর এবং এক্সটার্নাল বেঞ্চমার্ক রেট (ইবিআর) যথাক্রমে ২৫ বেসিস পয়েন্ট এবং ৪০ বেসিস পয়েন্ট হ্রাস পায় এই সময়। এক বছরের মধ্যেই এমসিএলআর বার্ষিক ৭ শতাংশে নেমে আসতে চলেছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button