বলিউডবিনোদন

Sara Ali Khan: গাড়ির কারণে বিপত্তিতে সারা, অটোরিক্সাতেই মুম্বাইয়ের রাস্তায় সাইফ কন্যা

×
Advertisement

সাইফ কন্যা সারা আলি খান বলিউডের অন্যতম উঠতি অভিনেত্রীদের মধ্যে একজন। সেলেব কিড হিসেবে ছোট থেকেই বেশ জনপ্রিয় তিনি। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে তিনি। বাবা-মায়ের মতই অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন সারা। ইতিমধ্যেই একাধিক হিট ছবিতে অভিনয় করে ফেলেছেন সারা। কোনো না কোনো কারণে মিডিয়াতে চর্চায় থাকেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার হওয়া একটি ঝলকের সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

Advertisements
Advertisement

অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটে প্রায়ই অংশগ্রহণ করতে দেখা যায় অভিনেত্রীকে। নিজের ফিটনেস নিয়েও তিনি কম সচেতন নন। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ফিটনেসের একাধিক ঝলক মিলবে। তবে এই মুহূর্তে ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ভিডিও যেখানে অটোরিক্সাতে মুম্বাইয়ের রাস্তাতেই দেখা মিলেছে অভিনেত্রীর।

Advertisements

Advertisements
Advertisement

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে গোলাপি পোশাকে দেখা গিয়েছে। এদিন শুটিং স্পটে গাড়ি না আসায় বিপত্তিতে পড়েছিলেন সাইফ কন্যা। আর সেই কারণবশতই সেটের কর্মকর্তাদের ঠিক করে দেওয়া একটি অটো করেই গন্তব্যে রওনা দিয়েছিলেন তিনি। সাথে ছিলেন একজন ক্যামেরাম্যানও। আর সেই সময়ই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন সারা। জানিয়েছেন, নিজের গাড়ি না আসার কথাও। তবে এই পুরো বিষয়টি যে সাইফ কন্যা বেশ উপভোগ করছিলেন, সেকথা সাম্প্রতিক ঝলকে অভিনেত্রীকে দেখলেই স্পষ্ট হবে। আপাতত, মুম্বাইয়ের রাস্তায় অটোরিক্সাতে বসেই মিডিয়ার পাতায় চর্চিত অভিনেত্রী।

Related Articles

Back to top button