এদিন রূপালি অসমের সাবেকি মেঘলা ও চাদরে দেখা দিয়েছিলেন। পাশাপাশি অভিনেতা পরেছিলেন কেরলের সাবেকি সনাতনী সাদা-সোনালী পোশাক। আইনি বিয়ের পাশাপাশি মালাবদল থেকে সিঁদুরদান সবটাই করেছেন তারা। অবশ্য সেই ঝলক আপাতত ভাইরাল গোটা মিডিয়ার পাতায়। উল্লেখ্য, বিয়ের পরে এদিন অভিনেতা জানান, ৬০ বছর বয়সে বিয়ে করাটা তার কাছে একটা অন্যরকম অভিজ্ঞতা।১৯৮৬ সাল থেকেই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেতা। বাংলা ও হিন্দির পাশাপাশি ইংরেজি, ওড়িয়া, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ছবিতেও অভিনয় করেছেন তিনি। উল্লেখ্য, নিজের গোটা অভিনয় জীবনে ৩০০’টিরও বেশি ছবিতে ১১’টি ভিন্ন ভাষায় অভিনয় করেছেন তিনি। জাতীয় পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। এই মুহূর্তে নিজের ফুড ভ্লগিংয়ের জন্যও ৮ থেকে ৮০ সকলের কাছে আরও বেশি পরিচিত হয়ে উঠেছেন আশিশ বিদ্যার্থী।
Ashish Vidyarthi: নতুন করে আবারো বিবাহ বন্ধনে ৬০ বছর বয়সী আশিশ বিদ্যার্থী
৬০ বছর বয়সেই নতুন করে নতুন জীবনের শুরু করলেন জনপ্রিয় অভিনেতা আশিশ বিদ্যার্থী। জামাইষষ্ঠীর দিনেই সারলেন বিবাহপর্ব। অসমীয়া কন্যাকেই বানালেন নিজের জীবনসঙ্গী। তাদের বিবাহের ছবি প্রকাশ্যে এসেছে গতকালই। এই মুহূর্তে…

আরও পড়ুন