বলিউডবিনোদন

নেশার ঘোরে করতেন খারাপ ব্যবহার, ঐশ্বর্য্যের গায়ে হাত তুলেছিলেন সালমান, সেদিন সাল্লু ভাইয়ের বিরুদ্ধে কি অভিযোগ এনেছিলেন ঐশ্বর্য

পন্নিয়ান সেলভান ২ সিনেমায় নন্দিনী চরিত্রে আবারও দর্শকদের মন জয় করে নিয়েছেন ঐশ্বর্য রাই

×
Advertisement

সালমান খান এখন বলিউডের সবথেকে প্রিয় তারকাদের মধ্যে একজন। তার স্টারডম এমনই যে, কিসি কা ভাই কিসি কি জানের মতো একটা ফ্লপ গল্পসহ তার ছবিগুলি বক্স অফিসে ভালো সংগ্রহ করে থাকে। তিনি তার স্পষ্টভাষী শৈলী এবং তার বক্তব্যের জন্য বরাবরই বলিউডের একজন জনপ্রিয় তারকা হয়ে থেকেছেন। তার চলচ্চিত্র ছাড়াও তিনি তার সম্পর্কগুলির কারণে শিরোনামে থাকেন। ঐশ্বর্য রায়ের সঙ্গে সম্পর্কের কারণে তিনি সবথেকে বেশি আলোচিত হয়েছেন।

Advertisements
Advertisement

একটা সময় সালমান খান এবং ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক বলি দুনিয়ায় সব থেকে বেশি চর্চিত সম্পর্ক ছিল। কিন্তু তাদের প্রেমের গল্পটা শেষ হয়েছিল খুব খারাপ ভাবে। ঐশ্বর্য রাই সালমানের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে এসেছিলেন, যার জবাবে সালমান খান এমন কথা বলেছিলেন যা এখনো অনেকে বিশ্বাস করতে পারেন না। সাক্ষাৎকারের সময় এনডিটিভিকে সালমান খান বলেছিলেন, “কোনো মহিলা যখন বলছেন, আমি তার গায়ে হাত তুলেছি, তখন আমি আর এই ঝামেলার মধ্যে জড়াতে চাই না। আমি নতুন করে কোন কথা বলবো না।”

Advertisements

সালমান খান আরো বলেছিলেন, “বহুদিন আগে একজন সাংবাদিক আমাকে এরকমই একটা প্রশ্ন করেছিলেন। তার জবাবে আমি খুব জোরে টেবিলের উপরে হাত চাপড়ে ছিলাম। পরে দেখা গেছিল টেবিলটা সত্যি ভেঙ্গে গেছে। আমি যদি মারামারি করতাম তাহলে একটা বড় লড়াই লেগে যেত। আমার রাগ হত। আমি যদি খুব জোরে তার গায়ে হাত তুলতাম, তাহলে আমার মনে হয় না এর থেকে সে এত সহজে বেঁচে যেত। তাই আমার মনে হয় এটা সত্য নয়। আমি জানিনা সে কেন আমার ব্যাপারে এরকমটা বলল।”

Advertisements
Advertisement

প্রসঙ্গত, ২০০২ সালে বোম্বে টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঐশ্বর্য রায় সালমান খানের উপরে গার্হস্থ হিংসার অভিযোগ নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন, “নেশার ঘোরে সালমান খান খারাপ ব্যবহার করেন। তিনি তার সাথে যখন সম্পর্ক ছিলেন সেই সময় এই সমস্ত অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে। সালমান খান মৌখিক, শারীরিক এবং মানসিক করতেন আমার উপর। আমাকে অপমান করা হয়েছিল। এই কারণে আমি নিজের আত্মসম্মান বাঁচাতে, তার সাথে সম্পর্ক শেষ করি।”

Related Articles

Back to top button