বলিউডবিনোদন

২৮ সেপ্টম্বরে আদালতে হাজিরা দিতে হবে সলমান খানকে, জানুন কেন?

Advertisement
Advertisement

২১ বছরের পুরনো কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় (blackbuck poaching case) নাম জড়িয়েছিলেন বলিউড সুপারস্টার সলমন খান। সেই ১৯৯৮ সালের সেপ্টেম্বরে যোধপুর গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন সলমন খান ও তাঁর সহ অভিনেতা সইফ আলি খান, টাব্বু ও অভিনেত্রী সোনালী বেন্দ্রেকে সঙ্গে নিয়ে দুটি কৃষ্ণসার হরিণ শিকার করার অভিযোগ ওঠে। এরপর ১৯৯৮ সালের ১২ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়, যদিও পরবর্তীকালে জামিন পেয়ে যান ওই ভাইজান। উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ শিকার মামলায়, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন এই সুপারস্টার।

Advertisement
Advertisement

আজ অর্থাৎ ১৫ ই সেপ্টেম্বর, এই মামলার শুনানিতে হাজির হওয়ার কথা ছিল সলমনের। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরেই বিচারক রাঘবেন্দ্র কচ্ছবাহ বর্তমান শুনানি স্থগিত করে দেন, এবং সলমন খানকে আগামী ২৮ সেপ্টেম্বরের শুনানিতে আবিশ্যিকভাবে হাজিরার নির্দেশ দেন।

Advertisement

উল্লেখ্য, এই কেসে সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, তাবু, এবং নীলম সমানভাবে অভিযুক্ত ছিলেন। তবে সলমন খানের অন্য কো-স্টারদের বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকায়, তাঁদের আগেই এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button