টেক বার্তাব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এক মাসে বিক্রি দুই লাখের বেশি, দেখে নিন এই মুহূর্তে ভারতের সবথেকে জনপ্রিয় ১০টি স্কুটার কোনগুলি

এই তালিকায় খুবই অদ্ভুত ভাবে সকলকে চমকে দিয়ে ৫ নম্বরে রয়েছে ওলা

Advertisement
Advertisement

ভারতের বাজারে এখন চলছে স্কুটারের একটা বিশাল জনপ্রিয়তা। এখন ভারতের বাজারে স্কুটারের রীতিমতো মেলা বলা যেতে পারে। তবে এই সমস্ত স্কুটারের ভিড়েও সবথেকে বেশি জনপ্রিয় যে স্কুটার সেটা হলো Honda Activa। এই স্কুটার এখন ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া স্কুটার। প্রতি মাসে এই স্কুটারের বিক্রির পরিসংখ্যান থেকে এই বিষয়টা একেবারেই স্পষ্ট হয়ে যায়। একইভাবে নভেম্বর মাসে এই স্কুটারের বিক্রি সবথেকে বেশি ছিল ভারতে। এই মাসে এই স্কুটারের ১,৯৬,০৫৫ ইউনিট বিক্রি হয়েছে। সেই পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে ২০২২ সালের একই সময়ের তুলনায় এই বিক্রি ১১.৯৮ শতাংশ বেশি।

Advertisement
Advertisement

এই তালিকায় দ্বিতীয় স্কুটার হলো TVS JUPITER। নভেম্বর মাসে এই স্কুটারটির মোট ৭২,৮৫৯টি ইউনিট বিক্রি হয়েছে। তবে, আগের বছর ওই সময়ে এই স্কুটারের ৪৭,৪২২ ইউনিট বিক্রি হয়েছিল। ফলে, এবারে ৫৩.৬৪% বিক্রি বেড়েছে এই স্কুটারের। এই তালিকায় তৃতীয় স্থানে আছে সুজুকি কোম্পানির সবথেকে বেশি বিক্রি হওয়া স্কুটার Suzuki Access। SUZUKI গত মাসে স্কুটারটির ৫২,৫১২ ইউনিট বিক্রি করতে পেরেছিল, যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি বলা চলে।

Advertisement

এই তালিকায় ৩০,৩৯৬ ইউনিট নিয়ে ৪ নম্বর স্থানে আছে TVS Ntorq। খুব অদ্ভুতভাবে সবাইকে চমকে দিয়ে এই তালিকার ৫ নম্বর স্থানে রয়েছে একটি ইলেকট্রিক স্কুটার। এই তালিকায় ৫ নম্বর স্থানে আছে Ola কোম্পানির Ola S1। গত মাসে এই সিরিজের ২৯,৮০৮টি মডেল বিক্রি হয়েছে। ২০২২-এর নভেম্বরের তুলনায় এই সংখ্যাটা ৮১.৯২% বেশি। তালিকায় ৬ নম্বরে আছে Honda Dio। নভেম্বর মাসে স্কুটারটির মোট ২৩,৯৭৯ ইউনিট বিক্রি করতে পেরেছে হোন্ডা। আগের বছরের তুলনায় সংখ্যাটা ৪৮.৯২% বেড়েছে।

Advertisement
Advertisement

এছাড়াও, সপ্তম স্থানে রয়েছে Hero Pleasure। নভেম্বরে এই স্কুটারটির ২২,৭৫২ ইউনিট বিক্রি হয়েছে। অষ্টম স্থানে রয়েছে আবার একটি ইলেকট্রিক স্কুটার, TVS iQube। গত মাসে ১৬৭০২ বেশি ইউনিট বিক্রি হয়েছে এই ইলেকট্রিক স্কুটার। নবম স্থানে রয়েছে ১২,৯৪১ ইউনিট বিক্রি হওয়া Suzuki Burgman। আর তালিকা শেষ অর্থাৎ দশ নম্বর স্থান দখল করেছে Hero Destini। নভেম্বরে এই স্কুটারটির ১২,৭৫৬টি ইউনিট বিক্রি হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button