খেলাক্রিকেট

Rohit Sharma: ২০২৪ বিশ্বকাপের পূর্বে ছাঁটাই হবেন অধিনায়ক রোহিত শর্মা, বোর্ড কর্তার মন্তব্যে শোরগোল

রোহিত শর্মার অনুপস্থিতিতে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের ক্ষেত্রে ভারতীয় দলের নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন উঠেছে।

Advertisement
Advertisement

আগামী ১৩ই নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসরের সমাপ্তি ঘটতে চলেছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত অন্যতম দাবিদার বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইতিমধ্যে সুপার-১২ এর প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জয় নিশ্চিত করে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে ২২ গজের মহারণে মুখোমুখি হতে চলেছে ভারত। চলতি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছাতে হলে আজকের ম্যাচ উভয় দলের জন্য অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সমাপ্তি হওয়ার পূর্বে আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি মানচিত্র তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচকরা। বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের লজ্জা জনক পারফরম্যান্স থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা শুরু করেছে রজার বিনির বোর্ড। ২০২৩ ওডিআই বিশ্বকাপ শেষে ভারতীয় দলে রোহিত শর্মার অস্তিত্ব নিয়ে কথা বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা।

Advertisement

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা জানান, “আমরা ওকে টি-টোয়েন্টি ফরম্যাট ছাড়তে বলছি না, তবে সবার বোঝা উচিত বর্তমানে রোহিত শর্মার বয়স ৩৫। আসন্ন ২০২৪ বিশ্বকাপের সময় তার বয়স গিয়ে দাঁড়াবে ৩৭। যেটি যে কোন ক্রিকেটারের জন্য অবসরের সময় বলে মনে করা হয়। সেজন্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক প্রস্তুত করার চেষ্টা করবে ইন্ডিয়া।”

Advertisement
Advertisement

এদিকে রোহিত শর্মার অনুপস্থিতিতে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের ক্ষেত্রে ভারতীয় দলের নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, ২০২৪ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নেতৃত্ব হার্দিক পান্ডিয়ার হাতে তুলে দেওয়ায় পরিকল্পনা করছে বিসিসিআই। পাশাপাশি কে এল রাহুল এবং ঋষভ পন্থের কথাও ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক মন্ডলীরা।

Advertisement

Related Articles

Back to top button