এনকাউন্টারে মৃত ৪ অভিযুক্তের পরিজনদের প্রতিক্রিয়া: ‘আমাকেও মেরে ফেলুক পুলিশ’ দাবি অভিযুক্তের স্ত্রীর
শুক্রবার ভোররাতে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় ৪ অভিযুক্তের। হায়দ্রাবাদ পুলিশের প্রধান ভিসি সজ্জনার জানিয়েছেন, ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালানোর সময় এনকাউন্টারে মৃত্যু হয় ৪ অভিযুক্তের। এই খবর পেয়ে স্বভাবতই খুশি নির্যাতিতার পরিবার।
তবে চোখের জল থামছে না অভিযুক্ত চেন্নাকাভেসুলুর ১৭ বছর বয়সী স্ত্রী রেনুকা। অন্তসত্ত্বা রেনুকা দাবি করেন, ‘আমাকেও ওখানে নিয়ে গিয়ে মেরে ফেলুক পুলিশ। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না।’ একই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, বলেন ‘আমার স্বামী দোষী হলে আদালতে তার শাস্তি হতো। পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করল কেন?’
অপর এক অভিযুক্ত জল্লু শিবার বাবা দেশের সমস্ত ধর্ষকদের একই শাস্তি দেওয়ার দাবি তুললেন। তিনি বলেন, ‘পুলিশের ভূমিকা নিয়ে আমার কোন প্রশ্ন নেই। আমার ছেলে দোষ করে থাকলে তার শাস্তি হতোই। তবে দেশের অন্যান্য ধর্ষকদেরও একই শাস্তি দেওয়া হোক। এনকাউন্টার করা হোক ওদেরও।’