খেলাক্রিকেট

আবারও আইপিএলে মিলে গেল দুটি হৃদয়, যুবককে প্রপোজ করলেন তরুণী! রইল ভিডিও

×
Advertisement

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। যেখানে ব্যাঙ্গালোরের কাছে ১৩ রানে পরাজিত হয়েছে চেন্নাই। তবে শুধু পরাজয় নয়, চলতি আইপিএলের প্লে-অফে ওঠার স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে চেন্নাইয়ের জন্য। এদিকে এক ধাক্কায় সেরা চারে প্রবেশ ঘটলো চলতি আইপিএলে অন্যতম নির্ভরযোগ্য দল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

Advertisements
Advertisement

তবে গত কালকের ম্যাচে নজর কেড়েছেন গ্যালারিতে বসে থাকা যুগলদ্বয়। খেলার মাঠে এসে স্টেডিয়ামে বসে প্রপোজ করা বর্তমানে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে সেই একই কার্য সাধন করেও রীতিমত ভাইরাল হয়েছেন তরুণ-তরুণী। এবার যুবক নন বরং হাঁটু গেড়ে প্রপোজ করলেন তরুণী। আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এমন দৃশ্যের সাক্ষী থাকলেন হাজার হাজার ক্রিকেটপ্রেমী। গতকাল ব্যাঙ্গালোরের দুই ভক্ত এমন কাণ্ড ঘটালেন ক্যামেরার সামনে।

Advertisements

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ১৭৩ রান সংগ্রহ করে। বিশাল স্কোর তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালই করেছিল চেন্নাই সুপার কিংস। তবে ব্যাঙ্গালোরের জোরে বোলাররা দিশেহারা করে দেয় চেন্নাইয়ের ব্যাটসম্যানদের। ঘটনাটি ঘটেছিল ম্যাচের দ্বিতীয় ইনিংসে। খেলা তখন ১০.৫ ওভার গড়িয়েছে, চেন্নাইয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭৯ রান। ঠিক সেই মুহুর্তে স্টেডিয়ামে বসে থাকা ওই তরুণী হঠাৎই প্রপোজ করেন পাশে বসে থাকা তরুণকে। সাথে সাথে স্টেডিয়ামে করতালির জোয়ার বইতে থাকে। ১১তম ওভারে হঠাৎই হাঁটু মুড়ে পাশে বসে থাকা ওই তরুণকে প্রপোজ করছেন এক তরুণী। প্রতিউত্তরে ওই তরুণ হ্যাঁ সম্মতি জানালে তাকে ক্যামেরার সামনে জড়িয়ে ধরেন তরুণী।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button