নিউজদেশ

আপনার মানিব্যাগে কি রয়েছে এই নকল ৫০০ টাকার নোট? RBI জানালো ভাইরাল বার্তার সত্যতা

বাজারে দুই ধরনের নতুন ৫০০ টাকার নোট পাওয়া যাচ্ছে

Advertisement
Advertisement

কয়েকবছর আগে নোটবন্দি করে অসৎ মানুষদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিয়েছিল মোদি সরকার। বদলে গিয়েছিল কারেন্সি নোট। বাজারে এসেছিলে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। বর্তমানে ২০০০ টাকার নোট খুব একটা প্রচলিত না হলেও, ৫০০ টাকার নোট ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়। আপনার কাছেও যদি ৫০০ টাকার নোট এই মুহূর্তে থাকে, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। ৫০০ টাকার নোট সমন্ধে একটি বড় আপডেট দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI।

Advertisement
Advertisement

বাজারে দুই ধরনের নতুন ৫০০ টাকার নোট পাওয়া যায় এবং উভয় নোটের মধ্যে খুব সামান্য পার্থক্য রয়েছে। এই দুই ধরনের নোটের মধ্যে একটিকে জাল বলা হচ্ছে। সম্প্রতি এই তথ্য জানাতে একটি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ভিডিওতে জানানো হয়েছে যে আপনি ভুল করেও ৫০০ টাকার এমন কোনো নোট নেবেন না, যেখানে সবুজ স্ট্রিপটি আরবিআই গভর্নরের স্বাক্ষরের মধ্য দিয়ে যায় বা গান্ধীজির ছবির খুব কাছাকাছি থাকে। এবার এই ভাইরাল তথ্যের সত্যতা যাচাই করেছে পিআইবি ফ্যাক্ট চেক।

Advertisement

PIB ফ্যাক্ট চেক স্পষ্ট জানিয়েছে যে এই ভিডিও সম্পূর্ণ ভুয়া। বাজারে চলমান উভয় ধরনের নোটই আসল। আপনার কাছে যদি ৫০০ টাকার কোনো নোট থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আরবিআই জানিয়েছে যে দুই ধরনের নোটই বৈধ। আপনিও যদি এমন কোনো মেসেজ পান, তাহলে চিন্তা করবেন না। এই ধরনের ভুয়া বার্তা কারো সাথে শেয়ার করবেন না। এছাড়াও, আপনি যেকোনো খবরের সত্যতা যাচাই করতে পারেন PIB ফ্যাক্ট চেকের অফিসিয়াল ওয়েবসাইটে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button