
আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।
আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। তবে নতুন করে হরিয়ানভি স্টেজ ডান্স এ জনপ্রিয়তা পাচ্ছেন রচনা তিওয়ারি। সম্প্রতি রচনা তিওয়ারির একটি স্টেজ শো পারফরমেন্স ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে হরিয়ানভি গানের তালে লাল রঙের স্যুট পরে উদ্দাম নাচ করেছেন রচনা তিওয়ারি। তার হাতে রয়েছে একটি জলের বোতল। সে প্রথমে গানের তালে নাচ করার মাঝে জল দিয়ে চোলি ভিজিয়ে দেয় ও সেই জল দর্শকদের দিকে ছিটিয়ে দেন। এরপর রচনা তিওয়ারির ওপর রীতিমত টাকার বৃষ্টি করেন উপস্থিত জনতারা। ‘কোই নাই সি বোতল লা মেরে বাদিয়া নাশা চাদা’ গানে হরিয়ানভি ডান্সারের এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। অনেকেই বলেছেন যে এবার লাস্যময়ীতার নিরিখে হয়তো স্বপ্না চৌধুরীকেও টেক্কা দিচ্ছেন রচনা তিওয়ারি।