দেশনিউজ

BIG BREAKING: ২০০০ টাকার নোট বন্ধ করলো রিজার্ভ ব্যাংক!

Advertisement
Advertisement

২০১৬ নভেম্বরের এক সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ঘোষণায় হঠাৎই বন্ধ হয়ে গিয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোট। কিছুদিনের মধ্যে বাজারে এসেছিল নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। টাকার কালোবাজারি রুখতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে ঘোষণা করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় সরকার।

Advertisement
Advertisement

তবে আর্থিক কালোবাজারি যে রোখা সম্ভব হয়নি তা পরে স্পষ্ট হয়ে যায়। বরং নতুন ২০০০ টাকার নোটে কালো টাকার কারবারিরা আরও সুবিধা পেয়ে যায়। ২০০০ টাকার মতো বড়ো নোটে কালো বাজারে লেনদেন আরও সহজ হয়ে যায়। ফলে, ২০০০ টাকার নোটের সার্কুলেশন বন্ধ করতে বাধ্য হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক।

Advertisement

বর্তমানে, ব্যাংকের এটিএম গুলিতে ২০০০ টাকা পাওয়া যাচ্ছে না অনেকদিন থেকেই। ভারতীয় রিজার্ভ ব্যাংক এক আরটিআই-এর উত্তরে সম্প্রতি জানিয়েছে, ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করেছে সরকার। এই অর্থবর্ষে একটিও ২০০০ টাকার নোট ছাপানো হয়নি। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, কালো টাকার ব্যবহার রুখতে ৫০০ ও ১০০০ টাকার নোট বন্ধ করে ২০০০ টাকার নোটের ব্যবহার করার উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button