টেক বার্তা

রতন টাটার ছোট রাজকন্যা টাটা ন্যানো আসছে নতুন রূপে, দেখুন তার ফিচার ও নতুন দাম

এই নতুন গাড়িটি ভারতের বাজারে কম সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে

Advertisement
Advertisement

রতন টাটা ছোট রাজকন্যা টাটা ন্যানো এবারে ভারতের বাজারে আসছে তার নতুন রূপ নিয়ে। লুক পরিবর্তন করে এবং ফিচার পাল্টে এবারে ভারতের বাজারে রাজ করতে আসছে টাটা ন্যানো। একটা সময় প্রত্যেক ভারতীয়র বাড়িতে গাড়ি পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা এই গাড়িটিকে তৈরি করেন। তবে সেই সময় ব্যাপকভাবে ফ্লপ হয় টাটা ন্যানো। তবে এবার হয়তো টাটা ন্যানো নতুন করে ভারতের বাজারে জনপ্রিয়তা পেতে পারে। এবারে টাটা ন্যানো আসবে, একেবারে ইলেকট্রিক মডেলে। সব মিলিয়ে খুব অল্পদিনের মধ্যেই আমরা ভারতের বাজারে দেখতে পাব নতুন টাটা ন্যানোকে। তবে এই গাড়িটির নাম হয়তো পাল্টাতে পারে। Jayem Neo নাম নিয়ে বাজারে আসতে পারে টাটা ন্যানো। তবে মাইলেজ দিক থেকে এই গাড়ি আগের মতই সার্ভিস দেবে আপনাকে।

Advertisement
Advertisement

এই নতুন গাড়িটির ব্যাপারে কথা বলতে গেলে, এই গাড়িতে দেওয়া হবে একটি ১৫.৫ কিলোওয়াট ঘন্টা ক্ষমতা বিশিষ্ট লিথিয়াম আয়ন ব্যাটারী প্যাক, যার সাথে BLDC প্রযুক্তিভিত্তিক একটি বৈদ্যুতিক মোটর সংযুক্ত করা হতে পারে। এই ব্যাটারির সাথে দুটি চার্জিং বিকল্প পাওয়া যাবে। এর মধ্যে প্রথমটি হতে পারে একটি ১৫ এম্পিয়ার ক্ষমতার হোম চার্জার এবং দ্বিতীয়টি একটি ডিসি ফার্স্ট চার্জার।

Advertisement

যদি আমরা এর ডিজাইন এর ব্যাপারে কথা বলি তাহলে, এই গাড়িতে আপনারা দেখতে পাবেন বড় DRL কম্প্যাক্ট হেড ল্যাম্প, সাইড প্যানেলগুলির চেহারা বেশ আকর্ষণীয় হতে চলেছে। এই গাড়িতে একটি দীর্ঘ হুইল বেস দেওয়া হয়েছে। এর ফলে এই গাড়িতে আপনারা সহজেই পাঁচ জন বসতে পারবেন। বর্তমানে বাজারে যে সমস্ত ইলেকট্রিক গাড়ি রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি বিক্রি হয় টাটা কোম্পানির NEXON EV। এছাড়াও TIGOR EV গাড়িটিও বেশ ভালোই জনপ্রিয়। মনে করা হচ্ছে এই দুটি গাড়িকে সরাসরি টক্কর দেবে নতুন টাটা ন্যানো ইলেকট্রিক। এই নতুন গাড়িতে আপনারা দুটি ব্যাটারির প্যাক পেয়ে যাবেন। প্রথম ব্যাটারি প্যাক ২৫০ কিলোমিটার এবং দ্বিতীয় ব্যাটারি প্যাক ৩১৫ কিলোমিটারের রেঞ্জ প্রদান করবে। আর ভারতের বাজারে এই গাড়িটির প্রাথমিক মূল্য হতে পারে ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button