খেলাক্রিকেট

Team India: এটাই ক্যারিয়ারের শেষ IPL, জাতীয় দলের পর এবার আইপিএলেও গলা ধাক্কা খাবেন এই তারকা ক্রিকেটার

২০২৩ মরশুমে হর্সেল প্যাটেলের পারফরম্যান্সের কথা বলি, তবে তিনি ২৯.৫০ বোলিং গড়ে ৯.৯৪ ইকোনমি রেটে বোলিং করেছেন।

×
Advertisement

চলমানরত আইপিএলের মেগা আসর বর্তমানে জমে উঠেছে। প্রত্যেকটি দল ‘সুপার ফোরে’ প্রবেশ করতে মরিয়া হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে একাধিক তরুণ ক্রিকেটার নিজেদের দুর্দান্ত পারফরমেন্সের কারণে ক্রিকেট বিশেষজ্ঞদের দ্বারা প্রশংসিত হচ্ছেন। অন্যদিকে এমন একাধিক ক্রিকেটারও রয়েছেন, যাদের জাতীয় দলে অভিষেক হওয়ার পরেও ধারাবাহিক ব্যর্থতার কারণে সমালোচিত হচ্ছেন সর্বক্ষণ।

Advertisements
Advertisement

আইপিএলের ১৬তম আসরে ঠিক তেমনভাবে সমালোচনায় উঠে এসেছেন ভারতের তরুণ তারকা বোলার হর্সেল প্যাটেল। ধারাবাহিক ব্যর্থতার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন অনেক আগেই। তবে আইপিএলে যেভাবে ব্যর্থতার পরিচয় তিনি দিচ্ছেন, তাতে আগামী মরশুমে আর তাকে আইপিএলে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে না বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে একাধিক উইকেট দখল করলেও জলের মতো রান খরচ করেছেন হর্সেল প্যাটেল। ফলে এটাই তার ক্যারিয়ারের শেষ আইপিএল হতে পারে বলে মনে করছেন অনেকেই। যদি আইপিএল ২০২৩ মরশুমে হর্সেল প্যাটেলের পারফরম্যান্সের কথা বলি, তবে তিনি ২৯.৫০ বোলিং গড়ে ৯.৯৪ ইকোনমি রেটে বোলিং করেছেন। এখনও পর্যন্ত চলমানরত আইপিএলে ৮ ম্যাচে ১০ উইকেট দখল করলেও খরচ করেছেন ২৯৫ রান।

Advertisements
Advertisement

ফলে স্বাভাবিকভাবেই তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যর্থতার ধারাবাহিকতা এইভাবে চলতে থাকলে জাতীয় দলের পর এবার আইপিএলেও খেলার সুযোগ হারাবেন ভারতের এই তরুণ তারকা বোলার।

Related Articles

Back to top button