পলিটিক্সদেশনিউজ

ঝটিকা সফরে কলকাতা আসছেন রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রীর কর্মসূচি কি কি?

কলকাতা সফরে আসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেই ঘিরে গার্ডেনরিচে যেন সাজো সাজো রব

Advertisement
Advertisement

ঝটিকা সফরে আজ অর্থাৎ শুক্রবার কলকাতায় আসছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ সকালে ১১:৪৫ এ কলকাতা বিমানবন্দরে নামতে চলেছেন তিনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এই হেভিওয়েট মন্ত্রীর কলকাতা সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। একদিকে সামনেই রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। তার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর কলকাতা সফর। সব মিলিয়ে তার এই রাজনৈতিক সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। যদিও আজ দুপুরে কলকাতার গার্ডেনরিচে শিপ বিল্ডার্সে পৌঁছে যুদ্ধ জাহাজ উদ্বোধন করার কথা তার।

Advertisement
Advertisement

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পি ১৭ আলফা গোত্রের ফ্রিগেট যুদ্ধজাহাজের উদ্বোধন করতে চলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে মোট সাতটি এই ধরনের যুদ্ধ জাহাজ তৈরি করা হয়েছে। তার মধ্যে শুক্রবার একটি জাহাজের উদ্বোধন করা হবে। গার্ডেনরিচের শিপ বিল্ডার্স মোট তিনটি এই ধরনের যুদ্ধজাহাজ তৈরি করার বরাত পেয়েছিল। সেই তিনটির মধ্যে একটি উদ্বোধন আগেই হয়ে গেছে এবং বাকি দুটির মধ্যে একটি উদ্বোধন আজকে করবেন রাজনাথ সিং।

Advertisement

সূত্রের খবর, এখানে বিজেপি রাজ্য নেতারা তার সঙ্গে দেখা করতে যেতে পারেন। তার সঙ্গে বৈঠক হবে বলে মনে করা হচ্ছে। আবার আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বার্তা দিতে পারেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই সমস্ত কর্মসূচি সেরে তার নয়া দিল্লি ফিরে যাওয়ার কথা। এছাড়া রাজ্য সরকারের কোন প্রতিনিধির সঙ্গে তার দেখা হয় কিনা সেটা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button