Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

তৃনমূল ছেড়ে একদিন না যেতেই শুভেন্দুর সাথে বৈঠক করলেন রাজীব, সঙ্গে ছিলেন বৈশালী ডালমিয়া

আগামী রবিবার ডুমুরজলা স্টেডিয়ামে অমিত শাহের (Amit shah) সভায় হয়তো রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) গেরুয়া শিবিরে যোগদান করবেন

Advertisement
Advertisement

আগামীকাল অমিত শাহের (Amit Shah) জনসভার আগে রাজিব বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক পদ থেকে ইস্তফা এবং তারপর তৃণমূল দল থেকে বেরিয়ে যাওয়া সরগরম করে তুলেছে গোটা বঙ্গ রাজনীতিকে। এরইমধ্যে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল যে তাহলে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় কি রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) মত বিজেপিতে যোগদান করবে? অবশ্য শেষ পর্যন্ত জল্পনার কার্যত ইতি হয়েছে। তৃণমূল থেকে সম্পর্ক ছিন্ন করার কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে হাজির ছিলেন তৃণমূল বহিস্কৃত বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya) ও প্রবীর ঘোষাল।

Advertisement
Advertisement

আজ অর্থাৎ শুক্রবার, দুপুর ১ টা নাগাদ বিধানসভায় উপস্থিত হয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় তার পর থেকে ইস্তফা দেয়। আর তার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়ে তৃণমূলের সাথে সম্পর্ক ছিন্ন করে। অন্যদিকে ঠিক এক সপ্তাহ আগেই রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আজ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেই সাথে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে পদত্যাগপত্র পাঠিয়ে তৃণমূল থেকে নিজেকে সরিয়ে নেন। তিনি আজকের চিঠিতে লিখেছিলেন, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করলাম। দল সুযোগ দেয়ার জন্য আমি কৃতজ্ঞ।” এছাড়াও তিনি জল্পনা উস্কে ইঙ্গিত দিয়েছিলেন,”রাজনৈতিক দল ছাড়া বৃহত্তর উদ্দেশ্যে মানুষের জন্য কাজ করা যায় না।”

Advertisement

প্রসঙ্গত, আগেরবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে এলে তার সফরের দ্বিতীয় দিনে মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারী সহ এক ঝাঁক তৃণমূল নেতা-কর্মী গেরুয়া শিবিরে গিয়ে তাদের নাম লিখিয়েছিল। এই দলবদল নিয়ে ইতিমধ্যেই শাসকদল বেশ অস্বস্তিতে আছে। তবে এবারের বাংলা সফরে আবারও এক ঝাঁক প্রথম সারির তৃণমূল নেতার বিজেপিতে যোগদান করার পুরো সম্ভাবনা আছে। জানেন কি কারা যোগ দেবে এবারে বিজেপিতে? বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবারে অমিত শাহের হাত ধরে প্রধানত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া ও প্রাক্তন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল বিজেপিতে যোগদান করবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button